Omicron আতঙ্ক! দিল্লি হয়ে মুম্বই পৌঁছে পজিটিভ দক্ষিণ আফ্রিকা ফেরত যুবক https://ift.tt/3o0B7X4 - MAS News bengali

Omicron আতঙ্ক! দিল্লি হয়ে মুম্বই পৌঁছে পজিটিভ দক্ষিণ আফ্রিকা ফেরত যুবক https://ift.tt/3o0B7X4

এই সময় ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে মুম্বইয়ে আগত এক ব্যক্তির দেহে মিলল করোনাভাইরাস (Coronavirus)। যদিও ভাইরাসটি করোনার ‘Omicron’ প্রজাতির কিনা তা এখনও জানা যায়নি। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের থানের ওই বাসিন্দা গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে দিল্লিতে ফেরেন। তারপর দিল্লি থেকে মুম্বইয়ে আসেন। তারপর রবিবারই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ (Covid Positive) আসে। বর্তমানে তাঁকে কল্যাণ ডোমবিভিলি মিউনিসিপ্যাল কর্পোরেশন (KDMC)-র আর্ট গ্যালারি আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। KDMC-র স্বাস্থ্য আধিকারিক ডা. প্রতিভা পাটিল জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পরই ব্যক্তির করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর দেহে সংক্রমণ ঘটানো করোনাভাইরাসটি করোনার নয়া প্রজাতি ‘Omicron’ কিনা তা নিশ্চিত হতে নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। অন্যদিকে KDMC সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে করোনা আক্রান্ত হওয়া ওই ব্যক্তির সংস্পর্শে আসা তাঁর ভাইয়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। পরিবারের অন্যান্য সদস্যদের সোমবার করোনা পরীক্ষা করা হবে। তবে সংক্রমণ এড়াতে আপাতত প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে এছাড়া গত কয়েকদিনে আর কারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছেন সে বিষয়ে খোঁজ-খবর করা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবারই দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা বেঙ্গালুরুর দুই ব্যক্তির শরীরে করোনাভাইরাস মিলেছে। তবে তাঁদের দেহে করোনাভাইরাসের যে প্রজাতির হদিশ মিলেছে সেটি ‘Omicron’ নয়, ‘ডেল্টা’। যার মোকাবিলা করতে সক্ষম ভারতে প্রচলিত করোনা ভ্যাকসিনগুলি। আর এটাই স্বস্তির খবর। উল্লেখ্য, করোনাভাইরাস বারবার মিউটেশন করে আরও শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে উঠছে। গত সপ্তাহেই দক্ষিণ আফ্রিকায় কয়েকজনের দেহে করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ মিলেছে। ১৫ বার মিউটেশনে সক্ষম করোনাভাইরাসের এই প্রজাতিটির বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নামকরণ করেছে Omicron। এটি ‘ডেল্টা’, ‘বিটা’-র তুলনায় আরও বেশি ভয়ঙ্কর বলে বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ‘Omicron’ মোকাবিলায় ইতিমধ্যে বেশ কিছু দেশ দক্ষিণ আফ্রিকায় যাতায়াতে রাশ টেনেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ‘Omicron’ নিয়ে ভারত সহ গোটা বিশ্বকে সতর্ক করেছে। নিয়ে আতঙ্কের মাঝেই এবার রাজ্যগুলিকে একগুচ্ছ নির্দেশিকা দিল কেন্দ্র। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। মুখ্য সচিবকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। বেশ কয়েকদফা কড়া নির্দেশিকা জারি করার কথা বলা হয়েছে এই চিঠিতে। ভ্যাকসিনেশনের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3xyZ6Qg
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads