LIVE: হিংসার আবহেই আগরতলায় শুরু ভোটগ্রহণ https://ift.tt/3nP0F9L - MAS News bengali

LIVE: হিংসার আবহেই আগরতলায় শুরু ভোটগ্রহণ https://ift.tt/3nP0F9L

এই সময় ডিজিটাল ডেস্ক: আগরতলা সহ ত্রিপুরার সবকটি পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ। সব ভোটগ্রহণ কেন্দ্রকেই স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। র নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ৬৪৪টি কেন্দ্রের মধ্যে ৩৭০টিকে অতি স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে। বাকি ২৭৪টি ভোটগ্রহণ কেন্দ্র স্পর্শকাতর। অতি স্পর্শকাতর ভোটকেন্দ্রের প্রতিটিতে রয়েছে ত্রিপুরার সশস্ত্র বাহিনীর পাঁচ জন করে জওয়ান। স্পর্শকাতর হিসাবে চিহ্নিত কেন্দ্রগুলিতে Tripura State Rifels (TSR)-এর চারজন করে জওয়ান রয়েছেন। এর মধ্যে আগরতলা পুরসভায় বুথগুলির জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয়েছে। সেখানে কোনও পোলিং স্টেশনের মধ্যে থাকা একাধিক বুথের জন্য আলাদা করে TSR মোতায়েন রয়েছে। ভোটগ্রহণ শুরুর পর থেকেই BJP দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল। > আগরতলা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শ্যামল পালের বাড়িতে বাইক বাহিনীর হানার অভিযোগ। সিসিটিভিতে ধরা পড়েছে বাইক বাহিনীর ছবি। > ভোটগ্রহণের আগের দিন মধ্যরাত থেকে ত্রিপুরা জুড়ে ইন্টারনেট পরিষেবায় বন্ধ রাখার অভিযোগ। নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল। অভিযোগ করেছেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। > ৩৮ নম্বর ওয়ার্ডের এক CPIM সদস্যর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে আমবাসায়। শাসকদল BJP-র বিরুদ্ধে অভিযোগ। > ভোটগ্রহণের আগের রাতে বাইক বাহিনীর তাণ্ডবের অভিযোগ তৃণমূলের। ভোটারদের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করেছে ঘাসফুল শিবির। একই অভিযোগ করেছে CPIM-ও। রিফ্রেশ করতে থাকুন...


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3r5Y650
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads