Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3DMACp8
IND vs NZ Live: টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের https://ift.tt/32wOzdb

এই সময় ডিজিটাল ডেস্ক: শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্য়াচ। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই টেস্ট ম্যাচে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। ম্যাচের আরও আপডেট পেতে রিফ্রেশ করতে থাকুন -- <দেখে নিন দুই দলের প্রথম একাদশ : ভারত অজিঙ্কা রাহানে, ময়ঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব নিউ জিল্যান্ড কেন উইলিয়ামসন, টম লাথাম, রস টেলর, হেনরি নিকোলস, উইল ইয়ং, টম ব্লান্ডেল, এজাজ প্যাটেল, টিম সাউদি, কাইল জেমিসন, রাচিন রবীন্দ্র, উইলিয়াম সোমেরভিল <Toss টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের। রাহানের বিশ্বাস, এই উইকেটে শুরুর দিকে রান উঠবে। তারপর স্পিনাররা নিজেদের কাজটা ভালোভাবে করতে পারবেন। ভারতীয় ক্রিকেট দল এই ম্য়াচে তিন স্পিনার এবং দুই পেসার নিয়ে নেমেছে। প্রত্যাশামতোই অভিষেক হয়েছে শ্রেয়স আইয়ারের। কনুইয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন কেন উইলিয়ামসম। তিনি জানালেন, এটা একটা আলাদা চ্যালেঞ্জ। আজাজ প্যাটেল এবং উইল সোমভিল এই ম্যাচে খেলছেন। এই ম্যাচে অভিষেক হচ্ছে রাচিন রবীন্দ্রর। <পিচ রিপোর্ট কানপুরের পিচ কিউরেটর শিব কুমার জানিয়ে দিয়েছেন, এই উইকেটে একেবারেই ঘাস নেই। কিন্তু, উইকেট ভাঙার সম্ভাবনা একেবারে কম। আশা করা হচ্ছে, দ্বিতীয় দিন থেকে স্পিনাররা এই উইকেটে সাহায্য পাবেন। পিচ কিউরেটরের কথায়, 'এটা নভেম্বর মাস। বিশ্বের যে কোনও জায়গায় এই সময় উইকেটে কিছুটা হলেও আর্দ্রতা থাকে। আমি আপনাদের এই ব্যাপারে নিশ্চিত করতে পারি যে এই উইকেট খুব তাড়াতাড়ি অন্তত ভাঙবে না।'
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3DMACp8
Previous article
Next article
Leave Comments
Post a Comment