Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3144aQS
₹15-তে বিকোচ্ছে ফুলকপি! লক্ষ্মীবারে সস্তা পেঁপে, কুমড়োও https://ift.tt/3l9NKNX

এই সময় ডিজিটাল ডেস্ক: বাজারে তুলনামূলক সস্তা বিকোচ্ছে কিছু সবজি। খুচরো বাজারে পেঁপে থেকে কুমড়ো দাম রয়েছে সাধ্যের মধ্যে। তবে বেশ কিছু আবার চড়াও রয়েছে। এর মধ্যে টমেটোর দাম সর্বোচ্চ হয়ে উঠেছে। বাঙালি কবে 110 টাকা কেজিতে টমেটো খেয়েছে, তা মনে করতে পারছে না কেউই। টমেটোর মতোই দামি হয়ে উঠেছে ক্যাপসিকামও। বাজারে ফুলকপির চেয়ে বেশি দরে বিকোচ্ছে বাঁধাকপি। এমনকি ভেন্ডি বা ঢ্যাঁড়শও বিক্রি হচ্ছে চড়া দামে। বাজারের বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে দাম চড়া থাকার কারণেই খুচরো বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে তাঁদের। অন্যদিকে, বাজারে আগত ক্রেতারা বলছেন, হিসেবের তুলনায় বেশি খরচ হয়ে যাচ্ছে। দেখে নেওয়া যাক কলকাতায় বাজারের দর (Kolkata )- বুধবারের পাইকারি ফুলকপির দাম রয়েছে- 8 থেকে 15 টাকা প্রতি পিস বাঁধাকপি-এর দাম রয়েছে - 15 থেকে 25 টাকা প্রতি কেজি আলুর দাম রয়েছে - 13 থেকে 15 টাকা প্রতি কেজি টমেটো - 60 থেকে 75 টাকা প্রতি কেজি ভেন্ডি - 55 থেকে 60 টাকা প্রতি কেজি পালং-এর দাম রয়েছে - 25 থেকে 30 টাকা প্রতি কেজি বৃহস্পতিবারের খুচরো বাজার দর আলু- 15 টাকা থেকে 18 টাকা প্রতি কেজি চন্দ্রমুখী আলু - 20 থেকে 22 টাকা প্রতি কেজি পালং - 50 থেকে 65 টাকা ফুলকপি - 15 থেকে 22 টাকা প্রতি পিস টমেটোর দাম - 80 থেকে 100 টাকা প্রতি কেজি ক্যাপসিকাম - 90 থেকে 120 টাকা প্রতি কেজি ভেন্ডি - 80 থেকে 90 টাকা প্রতি কেজি বৃহস্পতিবারে মাছের দাম রুই মাছের দাম - 170 থেকে 200 টাকা প্রতি কেজি কাতলা মাছের দাম - 280 থেকে 350 টাকা প্রতি কেজি তেলাপিয়া - 160 থেকে 200 টাকা প্রতি কেজি লোটে মাছ - 100 টাকা প্রতি কেজি ছোট ভেটকি - 300 থেকে 500 টাকা বৃহস্পতিবারে মাংসের দাম গোটা মুরগির দাম রয়েছে - 140-160 টাকা প্রতি কেজি চিকেনের দাম রয়েছে - 180 থেকে 210 টাকা প্রতি কেজি মাটনের দাম রয়েছে - 630 টাকা থেকে 700 টাকা প্রতি কেজি
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3144aQS
Previous article
Next article
Leave Comments
Post a Comment