কেমন হবে প্রথম টেস্টের উইকেট? কিউরেটর দিলেন বড় আপডেট https://ift.tt/3p51Wci - MAS News bengali

কেমন হবে প্রথম টেস্টের উইকেট? কিউরেটর দিলেন বড় আপডেট https://ift.tt/3p51Wci

এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকাল সাড়ে ন'টা থেকে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্য়াচ। কানপুরের উইকেট কেমন হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে দুই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে। কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামের পিচ কিউরেটর দিলেন বড়সড় আপডেট। কেমন হবে গ্রিন পার্ক স্টেডিয়ামের উইকেট? কানপুরের পিচ কিউরেটর শিব কুমার জানিয়ে দিয়েছেন, এই উইকেটে একেবারেই ঘাস নেই। কিন্তু, উইকেট ভাঙার সম্ভাবনা একেবারে কম। আশা করা হচ্ছে, দ্বিতীয় দিন থেকে স্পিনাররা এই উইকেটে সাহায্য পাবেন। পিচ কিউরেটরের কথায়, 'এটা নভেম্বর মাস। বিশ্বের যে কোনও জায়গায় এই সময় উইকেটে কিছুটা হলেও আর্দ্রতা থাকে। আমি আপনাদের এই ব্যাপারে নিশ্চিত করতে পারি যে এই উইকেট খুব তাড়াতাড়ি অন্তত ভাঙবে না।' কিউরেটর দিলেন বড় আপডেট ২০১৬ সালে কানপুরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই টেস্ট ম্যাচ পাঁচদিন ধরে চলেছিল। কিন্তু, সম্প্রতি দেখা যাচ্ছে যে স্পিন সহায়ক উইকেটে অধিকাংশ ম্যাচই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তিন দিনের মধ্যে ম্যাচ শেষ হওয়ার ব্যাপারে পিচ কিউরেটরকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, 'এরজন্য শুধুমাত্র উইকেটই দায়ী নয়। টি-২০ ক্রিকেটের কারণে ব্যাটসম্যানরা কীভাবে স্পিনারদের মোকাবিলা করবেন, সেটাও একটা দেখার বিষয় হবে।' দ্রাবিড়-রাহানে কোনও দাবিই করেননি বিগত কয়েক বছরে টিম ম্যানেজমেন্ট নিজেদের পছন্দমতো পিচ তৈরি করার নির্দেশ দিতেন। কিন্তু কানপুরের পিচ কিউররেটর শিব কুমার বললেন, এবার টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক অজিঙ্কা রাহানে কোনও বিশেষ দাবি করেননি। গত ২০ বছর ধরে এই উইকেট তৈরি করার কাজ করছেন শিব কুমার। তিনি বললেন, 'BCCI-র পক্ষ থেকে এবার আমাদের কোনও বিশেষ নির্দেশ দেওয়া হয়নি। পাশাপাশি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কেউ এই ব্যাপারে আমার সঙ্গে আলাদা করে কথা বলেননি। না তো স্পিন সহায়ক উইকেট তৈরি করার কোনও দাবি করা হয়েছে। ভালো উইকেটের কথা মাথায় রেখেই আমি এই পিচটা তৈরি করেছি।' দেখে নিন পরিসংখ্যান ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের ফর্ম এককথায় অসাধারণ। বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে দেশের মাটিতে তারা এখনও পর্যন্ত ১১টি টেস্ট ম্যাচে জয়লাভ করেছে। ঘরের মাঠে শেষবার ভারতীয় ক্রিকেট দল ২০১২-১৩ মরশুমে পরাস্ত হয়েছিল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ১-২ ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হেরে যায়। তবে পাশাপাশি এদিকেও নজর রাখতে হবে যে ভারতে নিউজিল্যান্ড এখনও পর্যন্ত একটাও টেস্ট সিরিজ জিততে পারেনি। মাত্র দু'বার ড্র করতে পেরেছে। ২০১৬-১৭ মরশুমে শেষবার যখন কিউয়ি ব্রিগেড ভারত সফরে এসেছিল, তখন নিউ জিল্যান্ডকে টিম ইন্ডিয়া ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3r9VSSi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads