ASER Report: সন্তানদের পড়াশোনায় লক্ষ্য দেননা ৫৭.৫ শতাংশ অভিভাবক https://ift.tt/3HQUI3V - MAS News bengali

ASER Report: সন্তানদের পড়াশোনায় লক্ষ্য দেননা ৫৭.৫ শতাংশ অভিভাবক https://ift.tt/3HQUI3V

ASER Report: করোনা অতিমারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ফের একবার পড়ুয়াদের জন্য খুলেছে স্কুল-কলেজের দরজা। কিন্তু, এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এক সমীক্ষায়। সরকারি স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রায় ৫৭.৫ শতাংশ পড়ুয়ার বাবা-মায়েরা তাঁদের সন্তানের পড়াশোনার দিকে লক্ষ্য দেন না বলেই এই সমীক্ষায় উঠে এসেছে। সম্প্রতি, প্রকাশিত হয়েছে ১৬তম অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট বা ASER ২০২১। এই সমীক্ষায় বলা হয়েছে যে সরকারি স্কুলের মাত্র ৪২.৫ শতাংশ পড়ুয়া তাঁদের বাবা-মায়েদের কাছ থেকে পড়াশোনার ক্ষেত্রে সাহায্য পেয়ে থাকে। অন্যদিকে বেসরকারি স্কুলের ক্ষেত্রে সেই সংখ্যাটি ৭২.৫ শতাংশ। বাবা-মায়েদের সাহায্যে ঘাটতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে নবম শ্রেণি ও তার উপরের ক্লাসগুলিতে। ঝাড়খণ্ডের মতো রাজ্যে এবছর আরও বেশি সংখ্যক পড়ুয়াকে বই দিয়ে সাহায্য করা হয়েছে। গত ২০২০ সালে, এই সংখ্যাটি ছিল ৭৭.১ শতাংশ। অন্যদিকে, এবছর এই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ৮৯.৮ শতাংশ। অন্যদিকে, বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রে ২০২০ সালে মাত্র ৭১.৬ শতাংশ পড়ুয়াই বই কিনেছিল, এবছর তা বেড়ে দাঁড়িয়েছে ৮৫.২ শতাংশ। পড়ুয়াদের বই প্রদান করার ক্ষেত্রে ঝাড়খণ্ড শুধুমাত্র রাজস্থান, উত্তরাখন্ড, বিহার ও কর্ণাটকের মতো রাজ্যের উপরে রয়েছে। পড়ার বই ছাড়াও, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বাড়তি নোটস ও বই প্রদান করা হয়েছে পড়ুয়াদের। এছাড়াও, ঝাড়খণ্ডে ডিজি স্কুল অ্যাপের মাধ্যমেও শিক্ষা প্রদান করা হয়েছে পড়ুয়াদের। ASER রিপোর্ট অনুযায়ী কেরল ছাড়া বাকি সব রাজ্যে বৃদ্ধি করা হয়েছে টিউশন ফি। তবে শুধুমাত্র বেসরকারি স্কুলগুলিই নয়, সকারি স্কুলের ফি-ও বেড়েছে বলে দাবি করা হচ্ছে এই সমীক্ষায়। এছাড়াও, স্বল্প-শিক্ষিত বাবা-মায়েদের সন্তানদের মধ্যে টিউশন নেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, শিক্ষিত বাবা-মায়েদের সন্তানদের মধ্যে মাত্র ৭.২ শতাংশ পড়ুয়াই টিউশন নিয়েছেন। টেলিফোনিক সার্ভের মাধ্যমে এই ASER 2021 রিপোর্টটি তৈরি করা হয়। দেশের ২৫টি রাজ্য ও ৩টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৮১টি জেলার গ্রামাঞ্চলে এই সার্ভে করা হয়। গত সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে এই সার্ভে করা হয়। মোট ৭৬,৭০৬টি পরিবার, ৭,২৯৯টি স্কুল ও ১৭,১৮৪টি গ্রাম এই সমীক্ষায় অংশগ্রহণ করে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CL5Prm
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads