অগ্নিমিত্রা পলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক! লালবাজারের দ্বারস্থ বিধায়ক https://ift.tt/3C8Me4x - MAS News bengali

অগ্নিমিত্রা পলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক! লালবাজারের দ্বারস্থ বিধায়ক https://ift.tt/3C8Me4x

এই সময় ডিজিটাল ডেস্ক: আচমকাই হ্যাক বিধায়ক অগ্নিমিত্রা পলের () টুইটার অ্যাকাউন্ট। তাঁর নাম দিয়ে সার্চ করলেই মিলছে ভুয়ো একটি অ্যাকাউন্টের হদিশ। বিষয়টি বুঝে পেরেই তড়িঘড়ি লালবাজারের দ্বারস্থ হয়েছেন অগ্নিমিত্রা। সাইবার ক্রাইম বিভাগে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। কিন্তু, কী ভাবে হ্যাক হল তাঁর অ্যাকাউন্ট? রাজ্য BJP-র মহিলা মোর্চার সভানেত্রী এই সময় ডিজিটালকে বলেন, 'গত ১১ সেপ্টেম্বর থেকে হ্যাক হয়েছে অ্যাকাউন্টটি। একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ এসিছিল। যেখানে উল্লেখ করা হয়েছিল টুইটার কপি রাইট সংক্রান্ত বিষয়ে একটি ফর্ম ফিলাপ করতে হবে। সেটি ক্লিক করে আমি ফর্মটি ফিলাপ করি। এরপর ফর্মটি একটি মেইল আইডি পাঠানোর কথা বলা হয়। সেটিও পাঠাই। তারপর থেকেই অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গিয়েছে। এরপরই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি লিখিত আকার জানাই।' যদিও তিনদিন অতিবাহিত হলেও এখনও অ্যাকাউন্ট ঠিক হয়নি বিধায়কের। পাশাপাশি, কে বা কারা এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা এখনও জানা যায়নি। লালবাজারের পাশাপাশি এই অভিযোগ তিনি টুইটার ইন্ডিয়াকেও মেইল করে জানিয়েছেন। লিখিত অভিযোগে অগ্নিমিত্রা জানান, এই অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিত লোকজনদের নানা ধরনের ম্যাসেজ করা হচ্ছে। তাই উত্তর দিতে নিষেধ করেছেন BJP নেত্রী। তিনি জানিয়েছেন, টুইটার অ্যাকাউন্ডে মোট ৫৬ হাজার ফলোয়ার রয়েছে তাঁর। সমস্ত টুইট এবং ফলোয়ার সহ অ্যাকাউন্টটি ফেরত পেতে চান অগ্নিমিত্রা। অন্যদিকে, মঙ্গলবারই ধস কবলিত আসানসোল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক অগ্নিমিত্রা পল। ঘটনার পর থেকে কোনও নেতা-কর্মীকে পাশে না পাওয়ায়, বিধায়কের উপরই ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। তাঁকে ঘিরে ধরে 'গো ব্যাক' স্লোগানও দেওয়া হয়। যদিও বিক্ষোভকারীদের তৃণমূল সমর্থক বলে তোপ দেগেছেন BJP নেত্রী অগ্নিমিত্রা পল। তাঁর কথায়, ‘যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা এখানে থাকেন না। তাঁরা বহিরাগত। তৃণমূল করে। এখানে রাজনীতি করতে এসেছেন।’ একইসঙ্গে এই দুর্ঘটনার জন্য তৃণমূল সরকারকেই দায়ী করেছেন অগ্নিমিত্রা। তাঁর অভিযোগ, 'তৃণমূল ১১ বছর রাজত্ব করছে। কেন পুনর্বাসনের ব্যবস্থা হল না? দুর্ঘটনার জন্য অপেক্ষা করছিল? আজ যেখানে এই মানুষগুলোকে স্থানান্তর করা হয়েছে সেটা আগে কেন করা হয়নি? আমি তো মাত্র চার মাস এসেছি।’


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3zfiqla
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads