এবার ইঞ্জিনিয়ারিং-এ রামায়ণ, মহাভারত পড়াবে মধ্যপ্রদেশ https://ift.tt/2VCrouK - MAS News bengali

এবার ইঞ্জিনিয়ারিং-এ রামায়ণ, মহাভারত পড়াবে মধ্যপ্রদেশ https://ift.tt/2VCrouK

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রথমে বেদ ও বাস্তু। আর এবার, ইঞ্জিনিয়ারিং সিলেবাসে রামায়ণ ও মহাভারত যোগ করে ফের একবার বিতর্কে জড়ালো মধ্যপ্রদেশের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন সরকারের এই সিদ্ধান্তে ইতিমধ্যেই শোরগোল পড়েছে শিক্ষা মহলে। প্রযুক্তি শিক্ষার মধ্যে সংস্কৃতির যোগ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেরাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। বিষয়টিতে কোনও ভুল নেই বলে দাবি করেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, যারা ভগবান রাম এবং সমসাময়িক বিষয়ের উপর জ্ঞান অর্জন করতে চান, তাঁরা এবার থেকে ইঞ্জিনিয়ারিং কোর্সেও সেই সুযোগ পাবেন। তিনি এও বলেন, ২০২০ সালে ঘোষিত হওয়া নয়া শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা দপ্তর। শিক্ষকরা নয়া শিক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নতুন সিলেবাসটি তৈরি করেছেন। এর মাধ্যমে যদি আমাদের গৌরবময় ইতিহাসকে সকলের সামনে নিয়ে আসা যায় তাতে কোনও দোষ নেই বলেই মত যাদবের। স্কুল এবং উচ্চশিক্ষা, এই দুই ক্ষেত্রেই নয়া শিক্ষা নীতি প্রয়োগ করছে মধ্যপ্রদেশ সরকার। এই পরিপ্রেক্ষিতে বাকি সব রাজ্যের থেকে বেশ কিছুটা এগিয়ে সে রাজ্যের সরকার। ২০২০ সালে যে নয়া শিক্ষা নীতির কথা ঘোষণা করে মোদী সরকার, তাতে আগামীদিনে হিন্দি সহ আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং শিক্ষার কথাও বলা হয়। তবে এই বিষয়টি এখনও সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব হয়নি সব ক্ষেত্রে। এর প্রয়োগের বিষয়ে বেশ কিছু বাধার সম্মুখিন হতে হয়েছে। এছাড়াও, প্রযুক্তির মতো বিষয় হিন্দি বা আঞ্চলিক ভাষায় পড়ানোটাই একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। তবে, ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়ে রামায়ন এবং মহাভারতের মতো পৌরাণিক বিষয় যোগ করাকে ভাল চোখে দেখছে না শিক্ষামহল। এর আগে, উচ্চ শিক্ষায় বেদ এবং বাস্তুর মতো বিষয় যোগ করে বিতর্কে জড়িয়েছিল মধ্যপ্রদেশ সরকার। তাছাড়া, পাঠ্য বই থেকে শেক্সপিয়রকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েও সমালোচনার মুখে পড়ে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। তবে, শুধু মধ্যপ্রদেশ সরকার নয়, বেশ কিছু প্রথমসারির উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানও তাঁদের সিলেবাসে রামায়ণ ও মহাভারতের মতো বিষয় যোগ করার আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সেখানে একটি লিডারশিপ সিরিজের আয়োজন করা হয়। যার মুল বিষয়বস্তু ছিল রামায়নের প্রদুত্য শিক্ষা। তবে বিষয়টি নিয়ে বহু বিশিষ্ট মহল প্রতিবাদে সামিল হলেও, ভারতীয় পুরানের এই বিষয়গুলি শিক্ষাক্ষেত্রে সামিল করাকে সমর্থন জানিয়েছেন বেশ কিছু শিক্ষাবিদ।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/391BSHn
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads