শ্রাবন্তী-প্রিয়াঙ্কা একসঙ্গে বাংলা ছবিতে https://ift.tt/3EclVwd - MAS News bengali

শ্রাবন্তী-প্রিয়াঙ্কা একসঙ্গে বাংলা ছবিতে https://ift.tt/3EclVwd

এই সময়: নতুন বাংলা ছবির শুটিংয়ে ফিরছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সঙ্গে থাকছেন প্রিয়াঙ্কা সরকার। পরিচালক অংশুমান প্রত্যুষের সাইকোলজিকাল থ্রিলারে দেখা যাবে দু' জনকে। শ্রাবন্তী জানালেন, 'প্রিয়াঙ্কা খুব পছন্দের অভিনেত্রী। ওঁর সঙ্গে কাজ করবো। যেহেতু নারীকেন্দ্রিক ছবি, তাই বিশেষ উৎসাহ রয়েছে'। অংশুমান প্রত্যুষের পরিচালনায় এর আগে কাজ করেছেন প্রিয়াঙ্কা। অংশুমান, মিমি চক্রবর্তী- নুসরত জাহান আর যশ দাশগুপ্তকে নিয়ে তৈরি করেছিলেন 'এসওএস কলকাতা'। বাংলার বাণিজ্যিক ছবির অনেক বড় নামের সঙ্গেই তাঁর কাজ করা হয়ে গিয়েছে। শ্রাবন্তী যোগ করছেন, 'আমি আর প্রিয়াঙ্কা দু'জনেই গুরুত্বপূর্ণ চরিত্র করছি। তবে কে ভালো, কে মন্দ, সেটা ছবি দেখা শেষ করলেই বোঝা যাবে। যেহেতু থ্রিলার, তাই গল্পটা দর্শকের কাছে এখন ভাঙছি না'। এ সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হয়ে যাবে। কলকাতা শহরেই শুটিং হওয়ার কথা। প্রসঙ্গত এ বছর বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর শ্রাবন্তী এখন অভিনয়ে অনেকটা সময় দিচ্ছেন। 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চেও অনেক সময় দেখা যাচ্ছে তাঁকে। পর-পর ছবির শুটিং করতে চান, তা নায়িকার কথায় স্পষ্ট।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2VF13MN
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads