Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2YYCz2t
আগামী সপ্তাহে মুখোমুখি মোদী-বাইডেন, আলোচনার টেবিলে তালিবান! https://ift.tt/3975Jya
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম জো বাইডেনের () মুখোমুখি হবেন ভারতের প্রধানমন্ত্রী ()। চলতি মাসেই আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর মুখোমুখি হবেন মার্কিন প্রসিডেন্টের সঙ্গে। হোয়াইট হাউসে (White House) ২৪ সেপ্টেম্বর দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক হওয়ার কথা নিশ্চিত করেছেন প্রেস সেক্রেটারি জেন সাকি। তবে শুধু নরেন্দ্র মোদীই নন, কোয়াডের অন্তর্ভুক্ত আরও দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বাইডেন। উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা (Yoshihide Suga) ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন (Scott Morrison)। এই চার রাষ্ট্রনেতার বৈঠকে স্বাভাবিক ভাবেই মূল আলোচনার বিষয়বস্তু আফগানিস্তান (Afghanistan) হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। তালিবানি (Taliban) উত্থান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির জন্য। এই অবস্থায় মোদী-বাইডেনের এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেও মনে করা হচ্ছে। এছাড়াও বিশেষ ফোকাসে থাকবে চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক। চিনের আগ্রাসী বাণিজ্য নীতির বিরুদ্ধে এই চার দেশ একজোট হয়ে কোনও পদক্ষেপ নেবে কিনা, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক মহল। চিনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগকে চ্যালেঞ্জ করতে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে। এছাড়াও এই বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে থাকতে পারে করোনা ভ্যাকসিন, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলি। ২৪ সেপ্টেম্বরের এই বৈঠক নিয়ে জো বাইডেনের ইন্দো-প্যাসিফিক কো-অর্ডিনেটর কুর্ত ক্যাম্পবেল জানিয়েছেন, মূলত ভ্যাকসিন কূটনীতি ও পরিকাঠামো সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, বিভিন্ন ক্ষেত্রে একজোট হয়ে কাজ করার বার্তাও মূলত দেওয়া হবে এই বৈঠকে। করোনা অতিমারির মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের মতো জ্বলন্ত সমস্যাগুলির ক্ষেত্রে একে অপরের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে যাওয়ার বার্তাও উঠে আসবে এই চার দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে। মার্কিন মুলুকে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে স্লোগান তুললেও প্রেসিডেন্ট নির্বাচনের পর বাইডেনকে অভিনন্দন জানান মোদী। বাইডেন ক্ষমতায় আসার পর মোদী সঙ্গে একাধিকবার তাঁর সাক্ষাৎ হলেও, সবটাই ছিল ভার্চুয়াল। গত মার্চে কোয়াড সম্মেলন, এপ্রিলে জলবায়ু পরিবর্তন এবং জুনে জি-৭ গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে কথোপকথন হয় তাঁদের। এই প্রথম সামনাসামনি সাক্ষাৎ হবে তাঁদের। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আগামীদিনে ভারতের কূটনৈতিক সম্পর্ক কতটা মজবুত হয়, তার জন্যও এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2YYCz2t
Previous article
Next article

Leave Comments
Post a Comment