Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/30Ml2v7
২০ মাসে ছোট স্কুল ইউনিফর্ম, সমস্যায় বহু পড়ুয়া https://ift.tt/3xp7h1O

West Bengal School: গত ১৬ নভেম্বর থেকে খুলেছে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ২০ মাস পর স্কুলের ভিতরে পা রেখেছে পড়ুয়ারা। তবে, এর মধ্যেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, পড়ুয়া ও তাঁদের অভভাবকেরা। এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে স্কুলের ইউনিফর্ম নিয়ে। বাড়িতে বসে পড়াশোনা করতে করতে বেশ কিছুটা ওজন বেড়েছে অধিকাংশ পড়ুয়ার। ফলে পুরনো স্কুল ড্রেসগুলি আর পড়তে পারছে না পড়ুয়ারা। ড্রেসের সাইজ ঠিক করা বা নতুন ড্রেস প্রদান করতে বেশ কিছুটা সমস্যার মুখে পড়েছেন দর্জিরা। করোনা অতিমারীর কারণে বাড়ি থেকেই অনলাইন ক্লাস করেছে বহু পড়ুয়া। এবার গত ১৬ নভেম্বর স্কুল খোলার পর, প্রায় দুই বছরের পুরনো ড্রেসগুলি পড়তে গিয়ে পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা বুঝতে পারেন, এই ড্রেস আর পড়তে পারছে না তারা। ফলে শুরু হয়েছে নতুন ড্রেস তৈরি করার হিড়িক। কিন্তু সঠিক সময়ের মধ্যে নতুন ড্রেস না পেয়ে পুরনো ইউনিফর্মগুলোই পড়তে হচ্ছে পড়ুয়াদের। এই প্রসঙ্গে নবম শ্রেণির এক পড়ুয়া বলে যে তার স্কুল প্যান্টগুলি এখন আর সে পড়তে পারছে না। তাই ড্রেস নতুন হওয়া সত্ত্বেও সেই ড্রেস পড়তে পারছে না বহু পড়ুয়া। অন্যদিকে, ড্রেস ঠিক থাকলেও জুতো ও বেল্ট নিয়ে সমস্যায় পড়েছে বেশ কিছু পড়ুয়া। গত ২০ মাসে জুতো ও বেল্টের সাইজ পাল্টে গেছে বহু পড়ুয়ার। এক পড়ুয়া বলে, আমার সাইজের জুতো ও বেল্ট এই মুহূর্তে মার্কেটে নেই। তাই কোনও উপায় না দেখে পুরনো জুতোগুলিই পড়তে হচ্ছে সেই পড়ুয়াকে। এক সঙ্গে এতো পরিমাণে নতুন ড্রেসের অর্ডার আসায় হিমশিম খাচ্ছেন দর্জিরা। একটি ড্রেস ডেলিভারি দিতে ২০-২৫ দিন সময় লাগছে। সেটাই আপাতত চিন্তায় রেখেছে দর্জিদের। করোনা অতিমারীর কারণে দীর্ঘ প্রায় ২০ মাস বন্ধ ছিল রাজ্যের স্কুলগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো গত ১৬ নভেম্বর থেকে খোলে রাজ্যের স্কুল ও কলেজ। সব স্কুল-কলেজ খুললেও এখনই সব পড়ুয়াদের স্কুলে আসার অনুমতি প্রদান করা হচ্ছে না। শুধুমাত্র নবর থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এই মুহূর্তে স্কুলে আসতে পারবে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/30Ml2v7
Previous article
Next article
Leave Comments
Post a Comment