Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3p0Ssie
জাঠ-মুসলিম ভোট লক্ষ্য, রাষ্ট্রীয় লোক দলের সঙ্গে জোটে অখিলেশ https://ift.tt/3CMXfbR

এই সময় ডিজিটাল ডেস্ক: বিকেলে ছবি শেয়ার করেছিলেন অখিলেশ যাদব। লিখেছিলেন, পরিবর্তনের দিকে। সঙ্গে ছিলেন জয়ন্ত সিংহ চৌধুরী। সন্ধ্যায় জোট ঘোষণা করলেন তাঁরা। পশ্চিম উত্তরপ্রদেশকে পাখির চোখ করে জাঠ-মুসলিম ভোট একত্র করতে আগামী বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে রাষ্ট্রীয় লোক দল ও সমাজবাদী পার্টি। মঙ্গলবার লখনউতে অখিলেশের সঙ্গে এক বৈঠকের পর ভোট পূর্ববর্তী জোটের কথা স্বীকার করে নেন রাষ্ট্রীয় লোক দল (RLD)-এর সভাপতি জয়ন্ত সিংহ চৌধুরী। তবে আনুষ্ঠানিক ভাবে শীঘ্রই ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি। সমাজবাদী পার্টি (SP) সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে আসন রফা নিয়ে তাঁদের কথা বার্তা শেষ পর্যায়ে বলে জানিয়েছেন জয়ন্ত। পাশাপাশি BJP-র সঙ্গে কোনও রকম জোটের সম্ভাবনার কথা অস্বীকার করে জয়ন্ত বলেন, ‘BJP-র সঙ্গে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’ এদিন বিকেলে দুই নেতাই নিজেদের বৈঠকের ছবি টুইট করেন। সেখানেই ইঙ্গিত মিলেছিল, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে দু’দলের জোট ঘোষণা এবার শুধু সময়ের অপেক্ষা। জয়ন্ত চৌধুরী এদিন অখিলেশ যাদবের সঙ্গে একটি ছবি টুইট করে লেখেন ‘বড়তে কদম’ (এগিয়ে চলা)। আবার অখিলেশ যাদব তাঁর সঙ্গে করমর্দনের ছবি টুইট করে লেখেন, শ্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে, পরিবর্তনের দিকে। এর আগে জয়ন্ত জানিয়েছিলেন, চলতি নভেম্বরের শেষেই আনুষ্ঠানিক ভাবে জোট ঘোষণা হতে পারে। তিনি বলেছিলেন, ‘আমরা মানে রাষ্ট্রীয় লোক দল এবং সমাজবাদী পার্টি জোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, একই সঙ্গে চলব।’ এর আগে ২০১৭ সাল থেকেই দু’দল বিধানসভা এবং লোকসভা উপনির্বাচনে লড়েছে জোট গড়ে। মূলত BJP-র ভোট কাটতেই এই জোটের আহ্বান। ২০১৩ সালে মুজফ্ফর নগরে সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ব্যাপক প্রভাব পড়েছিল ভোটের বাক্সে। সে বার মুসলিম ও জাঠ সম্প্রদায়ের মধ্যে গড়ে ওঠা ব্যবধানকে কাজে লাগিয়েই ফায়দা তোলে BJP। এবার সেই পশ্চিম উত্তরপ্রদেশই ফের পাখির চোখ হয়ে উঠছে। জাঠ-মুসলিম ভোটকে একত্র করতেই সপা-রাষ্ট্রীয় লোক দল জোটবদ্ধ হতে চাইছে। অন্যদিকে, BJP-ও লড়তে চাইছে একই লক্ষ্যে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ব্যক্তিগত ভাবে তৃণমূল স্তর থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন পশ্চিম উত্তরপ্রদেশের জন্য। ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা দল BJP বিপুল সংখ্যাগরিষ্টতা নিয়ে সরকার গড়েছিল। মোট ৪০৩টি আসনের মধ্যে ৩১২টিই গিয়েছিল তাদের ঝুলিতে। মাত্র ৪৭টি আসন পেয়েছিল SP, ১৯টি BSP এবং কংগ্রেস মাত্র ৭টি আসন পেয়েছিল। বাকিগুলি পেয়েছিল অন্য দলগুলি।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3p0Ssie
Previous article
Next article
Leave Comments
Post a Comment