সন্তানের জন্ম দেওয়াই মহিলাদের কাজ! মন্তব্য তালিবান মুখপাত্রের https://ift.tt/3HNnToF - MAS News bengali

সন্তানের জন্ম দেওয়াই মহিলাদের কাজ! মন্তব্য তালিবান মুখপাত্রের https://ift.tt/3HNnToF

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের সম্প্রসারিত হল (Taliban) মন্ত্রিসভা। এ বারও নেই কোনও মহিলা প্রতিনিধি। এ বারও প্রায় অধিকাংশই সদস্যই যোদ্ধা বাহিনীর। অন্তবর্তী তালিবান সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে বলে মঙ্গলবারই জানিয়েছেন আফগানিস্তানের (Afghanistan) অন্তবর্তীকালীন তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ক্যাবিনেটে নতুন ২৭ জন মন্ত্রীকে স্থান দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জবিউল্লা মুজাহিদ দাবি করেছেন, মন্ত্রিসভার এই সম্প্রসারণ হয়েছে তালিবান শীর্ষ নেতৃত্ব মোল্লা হাইবাতুল্লা আখুন্দজাদার নির্দেশে এবং সম্মতিতে। তবে তালিবান শাসনকার্যে মহিলাদের যে স্থান হবে না তা সরকার গড়েই জানিয়েছিল তারা। অগস্টে কাবুলের দখল নেওযার পর অবশ্য তালিবান বলেছিল, বিরোধী এবং মহিলাদের নিয়েই এগোতে চায় তারা। কিন্তু এক মাসের মধ্যেই সুর বদলে যায়। তালিবানের নয়া মুখপাত্র সৈয়দ জাখরুল্লা হাসিমি সে দিনই জানিয়ে দিয়েছিলেন, আফগানিস্তান মন্ত্রিসভায় ভবিষ্যতেও কোনও মহিলার ঠাঁই পাওয়ার সম্ভাবনা নেই। আফগানিস্তানের এক সংবাদ মাধ্যমকে হাসিমি বলেছিলেন, ‘মন্ত্রিত্ব করা নয়, সন্তানের জন্ম দেওয়াই মহিলাদের কাজ। আপনি কি তাঁদের (মহিলা) ঘাড়ে এমন দায়িত্ব চাপিয়ে দেবেন, যার ভার তাঁরা বইতে পারবেন না? মন্ত্রিত্ব করা মহিলাদের কাজ নয়। তাই আমরা কোনও মহিলাকে মন্ত্রী করিনি।’ নতুন মন্ত্রিসভায় প্রায় দু’ডজন উচ্চ-পদস্থ তালিবান নেতার নাম রয়েছে বলে জানা গিয়েছে। মৌলবি শাহাবুদ্দিন দিলাওয়ারকে খনি ও পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব দেওযা হয়েছে, দুর্যোগ মোকাবিলা দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে উঠে এসেছে মোল্লা মহম্মদ আব্বাস আখুন্দের নাম। বাকি ২৫ জনের নাম উঠে এসেছে উপমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সেনা প্রধান হিসাবে। এক দেড় মাসের উত্থানের পর গত সেপ্টেম্বরে আফগানিস্তানে অন্তবর্তীকালীন সরকার গড়ে তালিবান। তারপর থেকে দু’দফায় মন্ত্রিসভা ঘোষণা করেছে তারা। সেখানে পূর্ববর্তী শাসনকালের কোনও রাজনৈতিক নেতার নাম যেমন নেই। তেমনই নেই কোনও মহিলা প্রতিনিধির নামও। তালিবানের গোটা মন্ত্রিসভায় রয়েছেন ১৪ জন সারা বিশ্বে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত জঙ্গি। এ বারও নতুন মন্ত্রিসভা সদস্যদের নামে তেমন কোনও পরিবর্তন হয়নি। গত ১০ সেপ্টেম্বর প্রথম অন্তবর্তীকালীন সরকার ঘোষণার পর মোল্লা মহম্মদ হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়। রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পরিষদের কাছে তিনি কাল তালিকাভুক্ত। তালিবানরা স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বসিয়েছে, সিরাজুদ্দিন হক্কানিকে। মার্কিন প্রশাসনের তালিকায় হক্কানি একজন সন্ত্রাসবাদী। তার মাথার দাম অন্তত ১০ মিলিয়ন ডলার। তালিবান মন্ত্রিসভার সদস্য মোল্লা ইয়াকুব, মোল্লা আমির খান, মহম্মদ আব্বাস স্টানিকাজিরা সকলেই রাষ্ট্র সঙ্ঘের নিরাপত্তা পরিষদের চোখে জঙ্গি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DL102E
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads