দশ দাবিতে সংসদে সরব হবে তৃণমূল https://ift.tt/3p7sZ6K - MAS News bengali

দশ দাবিতে সংসদে সরব হবে তৃণমূল https://ift.tt/3p7sZ6K

এই সময়, নয়াদিল্লি: আজ, সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন৷ তার আগের দিনই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস৷ রবিবার সরকারের ডাকা সর্বদল বৈঠকে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার দুই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন স্পষ্ট করে দিয়েছেন যে, বিএসএফের এলাকাবৃদ্ধির প্রশ্নে তাঁরা পিছু হটবেন না৷ মূলত, দশটি দাবিতে সংসদে তারা সুর চড়া করবে তৃণমূল। বিএসএফ ছাড়াও এই দশটি দাবির মধ্যে রয়েছে- বেকারত্ব, জ্বালানি-সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে গ্যারান্টি আইন, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপ, পেগ্যাসাস এবং দেশের কোভিড পরিস্থিতির মতো বিষয়। সুদীপ-ডেরেকদের দাবি, অধিবেশনে এই ইস্যুগুলি নিয়ে আলোচনার পাশাপাশি অবিলম্বে যথাযথ পদক্ষেপ করতে হবে কেন্দ্রকে৷ শীতকালীন অধিবেশনের রণকৌশল নিয়ে আলোচনা করতে আজ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের কার্যনির্বাহী কমিটির বৈঠক হতে চলেছে। অধিবেশনে তৃণমূলের রণকৌশল কী হবে তা তৃণমূল নেত্রী কার্যনির্বাহী কমিটির সদস্যদের সামনে ব্যাখ্যা করতে পারেন। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম প্রমুখ শীর্ষ নেতারা এই বৈঠকে থাকবেন। সংসদের এই অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয়ের পুরোনো পথে হেঁটে একক ভাবে অন্য আঞ্চলিক দলগুলিকে নিয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে পারে। সেই রণকৌশল নিয়েও তৃণমূল নেত্রী তাঁর বক্তব্য জানাতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিএসএফের এলাকাবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই তার বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত সপ্তাহে দু'জনের মুখোমুখি সাক্ষাতেও মোদীকে মমতা জানিয়ে দেন, কেন্দ্রীয় সিদ্ধান্তকে 'রাজ্যের অধিকারে হস্তক্ষেপ' মনে করছেন তিনি। সেই সুরেই রবিবারের সর্বদল বৈঠকে আরও একবার কেন্দ্রীয় সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুদীপ ও ডেরেক৷ বৈঠকের পরে সুদীপ বলেন, 'বিএসএফ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত আসছে, এর ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের সংঘাত অবশ্যম্ভাবী৷' ডেরেক বলেন, 'বিএসএফ ইস্যু অবশ্যই আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে৷ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে দল ও সরকারের অবস্থান স্পষ্ট করেছেন৷ শুধু আমরা নয়, অনেক দলের কাছেই বিএসএফ ইস্যু গুরুত্বপূর্ণ৷' তৃণমূল সূত্রের খবর, সর্বদল বৈঠকে সংসদে মহিলাদের জন্য আসন সংরক্ষণের দাবিতে অবিলম্বে বিল পেশ করার দাবি জানিয়েছে জোড়াফুল শিবির৷ তৃণমূলের এই দাবিকে সমর্থন করেছে মুলায়ম-অখিলেশের দল সমাজবাদী পার্টি৷ পাশাপাশি, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণের বিরুদ্ধেও সোচ্চার হয়েছে তৃণমূল৷ তাদের দাবি, যে সব সংস্থার লাভ হচ্ছে বা লাভের সম্ভাবনা আছে, সেই সব সংস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়া চলবে না৷ এই ইস্যুতে তৃণমূল পাশে পেয়েছে সপা, বসপা, জগন রেড্ডির দল-সহ গোটা দশেক বিরোধী দলকে৷ কেন্দ্রের নানা সিন্ধান্তের বিরোধিতায় সংসদের শীতকালীন অধিবেশন যে দফায় দফায় উত্তপ্ত হতে চলেছে, তার আভাস মিলেছে এদিনই৷


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HVqD3r
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads