প্রতিরক্ষা মন্ত্রকে চলেছে নিয়োগ, জানুন কী ভাবে করবেন আবেদন https://ift.tt/3mzUOVe - MAS News bengali

প্রতিরক্ষা মন্ত্রকে চলেছে নিয়োগ, জানুন কী ভাবে করবেন আবেদন https://ift.tt/3mzUOVe

এই সময় ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি প্রার্থী? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। গ্রুপ C-র বেশ কিছু পদে কর্মী নিয়োগ করা হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আগামী ২০ নভেম্বরের মধ্যে তাঁদের আবেদন জমা করতে পারেন। কোন কোন পদে কতজন করে কর্মী নিয়োগ করা হবে ? স্টেনোগ্রাফার গ্রেড II- এই পদে মোট একজন প্রার্থীকে নিয়োগ করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক- এই পদে মোট একজনকে নিয়োগ করা হবে। মেসেঞ্জার- এই পদে তিন জন কর্মী নিয়োগ করা হবে। সাফাইওয়ালা- এই পদে মোট একজন প্রার্থীকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্টেনোগ্রাফার গ্রেড II, লোয়ার ডিভিশন ক্লার্ক- এই পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশ করে থাকতে হবে। মেসেঞ্জার, সাফাইওয়ালা- এই পদে আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণির পরীক্ষায় পাশ করে থাকতে হবে। বেতন স্টেনোগ্রাফার গ্রেড II- এই পদের জন্য নির্বাচিত প্রার্থীদের চতুর্থ লেভেল অনুযায়ী ২৫,৫০০ টাকা বেতন প্রদান করা হবে। লোয়ার ডিভিশন ক্লার্ক- এই পদে নির্বাচিত প্রার্থীদের দ্বিতীয় লেভেল অনুযায়ী ১৯,৯০০ টাকা বেতন প্রদান করা হবে। মেসেঞ্জার, সাফাইওয়ালা- এই পদে নির্বাচিত প্রার্থীদের লেভেল ১ অনুযায়ী ১৮০০০ টাকা বেতন প্রদান করা হবে। কী ভাবে করবেন আবেদন? আবেদনকারী প্রার্থীদের সকল নথি সমেত এই ঠিকানায় তাঁদের আবেদনপত্র পাঠাতে হবে। , Headquarters 111 Sub Area, Bengdubi Military Station (West Bengal), Station Head Quarters, Hashimara (West Bengal) and Station Head Quarters Gangtok মনে রাখবেন, আবেদন করার শেষ তারিখ ২০ নভেম্বর ২০২১।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3GR6082
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads