Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3I7Ty46
প্রিমিয়াম মাত্র 1 টাকা, মিলবে ₹1 কোটি! https://ift.tt/3d4BRUR

এই সময় ডিজিটাল ডেস্ক: শেয়ার মার্কেটে বিনিয়োগ করে অনেকেই প্রচুর টাকা উপার্জন করেন। তবে এক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা থাকে অনেক বেশি। যদি কেউ সুরক্ষিত বিনিয়োগ করতে চান, তবে অনেকেই সেক্ষেত্রে LIC-কে বেছে নেন। LIC-তে এমন বহু স্কিম রয়েছে, যেখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যায়, পাশাপাশি সুরক্ষা তো নিশ্চিত। LIC-এর এমনই একটি দারুণ অপশন। এই স্কিমে মাত্র 1 টাকা বিনিয়োগ করলে আপনি বিরাট লাভ করতে পারবেন। এর এই Jeevan Shiromani Plan একটি Non-Linked প্ল্যান। এই প্ল্যানে 1 কোটি টাকার গ্যারান্টি পাবেন গ্রাহক। LIC তার গ্রাহকদের জন্য একের পর এক ভালো পলিসি নিয়ে আসে। এই পলিসির কমপক্ষে রিটার্ন হল 1 কোটি টাকা৷ যদি কোনও ব্যক্তি 14 বছরের জন্য ব্যাঙ্কে এক টাকা রাখেন, তবে 1 কোটি টাকা পর্যন্ত মোট রিটার্ন পেতে পারেন। পুরো প্ল্যান জানুন LIC-এর এই প্ল্যান 19 ডিসেম্বর 2017-এ লঞ্চ করা হয়েছিল। এটি একটি মানি ব্ল্যাক প্ল্যান। মূলত, High Net Worth Individuals-এর জন্যই এই স্কিম সামনে আনা হয়। মারাত্মক অসুস্থতার মধ্যেও এই স্কিমে কভার মেলে। এতে তিনটি অপশনাল রাইডারও রয়েছে। মিলবে আর্থিক সহায়তা পলিসির মেয়াদকালে মৃত্যু হলে এই পলিসি থেকে পলিসিধারীর পরিবার আর্থিক সহায়তা পেতে পারেন। আবার পলিসিধারক বেঁচে থাকাকালীনও ভাগে ভাগে অর্থ পেতে পারেন। এছাড়াও ম্যচুরিটির সময়েও একটি মোটা অর্থ দেওয়া হয়। বিনিয়োগকারী জীবিত থাকলে সুবিধাগুলি দেখে নিন 14 বছরের পলিসিতে 10 এবং 12 বছরের sum assured-এর 30-30 শতাংশ 16 বছরের পলিসিতে 12 এবং 14 বছরের sum assured-এর 35-35 শতাংশ 18 বছরের পলিসিতে 14 এবং 16 বছরের sum assured-এর 40 শতাংশ 20 বছরের পলিসিতে 16 অবং 18 বছরের sum assured-এর 45-45 শতাংশ মিলবে Loan-এর সুবিধা এই পলিসির বিশেষ বিষয় হল পলিসির মেয়াদ চলাকালীন গ্রাহক Loan নিতে পারেন। তবে এই লোন নিতে হবে LIC-এর শর্তাবলী মেনে। সুদের ভিত্তিতে ঋণ পাওয়া যাবে। শর্তাবলী ন্যূনতম Sum Assured – 1 কোটি সর্বোচ্চ Sum Assured - সর্বোচ্চ কোনও সীমা নেই পলিসি টার্ম - 14, 16, 18 ও 20 বছর প্রিমিয়াম দিতে হবে - 4 বছর সর্বনিম্ন বয়স - 18 বছর
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3I7Ty46
Previous article
Next article
Leave Comments
Post a Comment