Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3d2cnYl
Omicron আতঙ্কের জের, আন্তর্জাতিক উড়ানে নয়া নির্দেশিকা https://ift.tt/3D8LDQx

এই সময় ডিজিটাল ডেস্ক: Omicron নিয়ে উদ্বেগের মধ্যেই এবার নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্র। ১২টি ঝুঁকি পূর্ণ দেশ থেকে যারা ভারতে ফিরবেন তাঁদের ক্ষেত্রে এই নির্দেশিকা মেনে চলার বার্তা দেওয়া হয়েছে। অনেক দেশই আন্তর্জাতিক উডানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ভারত এখনও সে পথে হাঁটেনি। তবে রাজ্যগুলির তরফে তেমন অনুরোধ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তারই প্রেক্ষিতে আরও একদফা নতুন নির্দেশিকা (TRAVEL ADVISORY) জারি করল কেন্দ্র। একনজরে নির্দেশিকা- নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যে সব দেশে Omicron-এর সন্ধান পাওয়া গিয়েছে, সেখান থেকে ভারতে আসতে গেলে মেনে চলতে হবে কড়া বিধিনিষেধ। বিমান থেকে নামার পর বিমানবন্দরেই বাধ্যতামূলক করা হয়েছে কোভিড পরীক্ষা। পাশাপাশি প্রত্যেক যাত্রীকে উড়ানের আগে RT-PCR নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। এছাড়াও জমা করতে হবে শেষ ১৪ দিনের ট্রাভেল হিস্ট্রি। এই সমস্ত তথ্য কেন্দ্রীয় সরকারের সুবিধা পোর্টালে আপলোড করতে হবে। আগামী ১ ডিসেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে জানা গিয়েছে। ব্রিটেন, দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং, ইজরায়েলের মতো ১২টি দেশকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এ সব দেশেই মিলেছে নতুন Omicron সংক্রমনের নজির। এ দেশে দিল্লির মতো ব্যস্ততম বিমানবন্দরগুলি পরিচালনা করে যে সংস্থার তার তরফে এক মুখপত্র জানিয়েছেন, ‘পৃথিবীর নানা প্রান্তে করোনা ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান মিলেছে। তারই প্রেক্ষিতে ভারত সরকার একটি নতুন নির্দেশিকা জারি করেছে। আমরা এই নতুন নির্দেশিকার গুরুত্ব বুঝে কাজ করার চেষ্টা করছি। ইতিমধ্যেই আমরা প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করে ফেলেছি, যাতে নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের পরিষেবা দেওয়া যায়।’ এর আগেও এমন ব্যবস্থা করা হয়েছিল বিমান বন্দরের তরফে। ফলে পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ বার কাজ আরও সহজ হবে বলেই দাবি করেছেন ওই মুখপত্র। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন, বিমানবন্দরের ভেতরে সমস্ত যাত্রী যাতে কোভিড বিধি মেনে চলেন সে বিষয়ে তাঁরা নজরদারি চালাবেন নিয়মিত। সূত্রের খবর, ইতিমধ্যেই বিমানবন্দর পরিচালনাকারী ওই সংস্থা নিজেদের মধ্যে বৈঠক সেরেছে। সেখানে কর্তব্যরত সকল আধিকারিকে সচেতন করা হয়েছে, যাতে কোনও ভাবেই কোনও গাফিলতি থেকে না যায়। সোমবারই প্রথম দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা এক ব্যক্তির কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ৩৯ বছর বয়সী চণ্ডীগড়ের বাসিন্দা ওই ব্যক্তি দিন কয়েক আগে ভারতে এসেছেন। তাঁর এক আত্মীয় এবং এক গৃহ সহায়কেরও কোভিড ধরা পড়েছে। তাঁদের সকলের নমুনা বিশেষ পরীক্ষার জন্য দিল্লিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3d2cnYl
Previous article
Next article
Leave Comments
Post a Comment