উৎসবের মুখে অশনি সংকেত! কর্ণাটকে থাবা করোনার নতুন স্ট্রেনের https://ift.tt/3GoLwTK - MAS News bengali

উৎসবের মুখে অশনি সংকেত! কর্ণাটকে থাবা করোনার নতুন স্ট্রেনের https://ift.tt/3GoLwTK

এই সময় ডিজিটাল ডেস্ক: উৎসবের মুখে সংকটের চিত্র! এবার কর্ণাটকেও ছড়াল করোনার নতুন ভ্যারিয়্যান্ট। ইতিমধ্যেই ব্রিটেনে দাপট দেখাচ্ছে করোনার AY.4.2 ভ্যারিয়্যান্টটি, যার নাম দেওয়া হয়েছে ''। ফলে এই ভ্যারিয়্যান্ট কতটা সংক্রামক, এই নিয়ে উদ্বিগ্ন একাধিক গবেষক। ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV), পুনের তরফে অবশ্য জানানো হয়েছে এই কোভিড ভ্যারিয়্যান্ট নিয়ে সেভাবে উদ্বেগের কোনও কারণ নেই। সূত্রের খবর, এখনও পর্যন্ত ব্যাঙ্গালুরুতে এই নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন ২ জন। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, 'করোনাভাইরাসের এই ভ্যারিয়্যান্টের সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে তা বিপদ ডেকে আনতে পারে।' যদিও অপর পক্ষের কথায়, 'ডেল্টা স্ট্রেনের এই নতুন রূপ নিয়ে চিন্তার কিছু নেই। বিশেষত টিকা প্রাপ্ত ব্যক্তিদের উপর সেভাবে প্রভাব বিস্তার করতে পারবে না এই ভ্যারিয়্যান্ট।' BBMP-র স্পেশাল কমিশনার (স্বাস্থ্য) জানিয়েছেন, জুলাই মাস থেকে ব্যাঙ্গালুরুতে এখনও পর্যন্ত দুই জনের শরীরে কোভিডের এই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে। এই ভ্যারিয়্যান্টের চরিত্র, তা কতটা সংক্রামক -এই বিষয়গুলি নিয়ে তথ্য সংগ্রহ চলছে বলেও জানান তিনি। কর্ণাটক সরকারের তরফে এই ভ্য়ারিয়্যান্টটটির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ব্রিটেনে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত হচ্ছেন শিশুরাও, যা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যদিও শিশুদের টিকাকরণ দ্রুত করার চেষ্টা করা হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর এমনটাই। ভাইরাস বিশেষজ্ঞ ডা. ভি রবি জানিয়েছেন এখনও পর্যন্ত এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে সরকার এবং সাধারণ মানুষ, দুই পক্ষকেই সতর্ক থাকতে হবে। ডা. জেকব জন জানান, এই কোভিড ভ্যারিয়্যান্টের উপর করোনা টিকা কাজ করে। এদিকে করোনা সংক্রান্ত টেকনিক্যাল উপদেষ্টা কমিটির (TAC) পক্ষ থেকে জানানো হয়েছে, দীপাবলির সময় যাতে সাধারণ মানুষ করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলে তা সুনিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। TAC-র চেয়ারপার্সন ডা. এম কে সুদর্শন জানান, এই ভ্যারিয়্যান্ট বেশি সংক্রামক এই ধরনের কোনও প্রমাণ নেই। তবে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। উল্লেখ্য, National Centre of Disease Control(NCDC)-এর রিপোর্ট মোতাবেক ইন্দোরে এখনও পর্যন্ত সাত জনের দেহে থাবা বসিয়েছে এই ভ্য়ারিয়্যান্ট। তাঁদের মধ্যে ২ জন সেনা আধিকারিক এবং তাঁরা Mhow Cantonment-এ পোস্টেড ছিলেন।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3bcwQZx
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads