কেন এখনই Vaccine-এর 'বুস্টার শট' শট নয়? জবাব দিলেন WHO প্রধান https://ift.tt/37mkHPK - MAS News bengali

কেন এখনই Vaccine-এর 'বুস্টার শট' শট নয়? জবাব দিলেন WHO প্রধান https://ift.tt/37mkHPK

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনার অতি সংক্রামক Delta প্রজাতি রুখতে Vaccine-এর তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার শটের প্রয়োজন রয়েছে, দাবি করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করলেন WHO প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসাস। বুধবার তিনি জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার শট দেওয়া বন্ধ রাখা উচিত। অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলিতে টিকা সাপ্লাই করার জন্য ভ্যাকসিন নির্মাতা কোম্পানীগুলিকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। টেড্রস সাংবাদিক বৈঠকে বলেন, 'প্রতিটি দেশের সরকার নিজেদের রাষ্ট্রের মানুষজনকে নিয়ে উদ্বিগ্ন। তাঁদের ডেলটা ভ্যারিয়্যান্টের হাত থেকে রক্ষা করতে চায়ছে। কিন্তু বিশ্বে উৎপাদিত টিকার সিংহভাগ যে দেশগুলি পায় তারাই আরও টিকা ব্যবহার করুক এটা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ বহু দেশ এখনও টিকা পায়নি এবং সেখানকার বহু মানুষ অসুরক্ষিত রয়েছে। ' যাতে বিশ্বের প্রতিটি দেশ এই কঠিন পরিস্থিতিতে টিকা পায় সেই লক্ষ্যে সেপ্টেম্বর পর্যন্ত বুস্টার শট ব্যবহারের উপর নিষেধাজ্ঞার কথা বলেছেন তিনি। প্রসঙ্গত ,কিছুদিন আগেই AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, করোনার সুপার স্প্রেডার ডেল্টা প্রজাতিকে রুখতে তৃতীয় বুস্টার ডোজের প্রয়োজন পড়বে। ইতিমধ্যেই বুস্টার ডোজের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, 'অতিমারি শেষ কবে'? কিছুদিন আগে এই প্রশ্নের উত্তরে ট্রেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসাস বলেন, 'বিশ্ব চাইলেই অতিমারি শেষ হবে। এই বিষয়টি আমাদের হাতেই রয়েছে। আমরা যদি চাই তবে পরীক্ষা করাতে পারি। সেরে উঠতেই পারি'। Delta Variant-কে আটকানোর জন্য মানুষকে সচেতন হতে হবে বলেই জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, বিগত চার সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছ'টি রিজিয়নের মধ্যে পাঁচটিতে প্রায় ৮০ শতাংশ হারে বেড়েছে সংক্রমণ। অর্থাৎ আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। আফ্রিকাতে ৮০ শতাংশ বেড়েছে সংক্রমণ। ভারতেও দ্বিতীয় ঢেউয়ের দরুন আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছিল অনেকটাই। তবে বর্তমানে ডেল্টা ভ্যারিয়ান্টের ঘন ঘন রূপ পরিবর্তন WHO-কে ভাবাচ্ছে। এর সংক্রমণ কেন দ্রুতগতিতে বাড়ছে, সেটা নিয়েই পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে WHO। টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসাস আগেই জানিয়েছিলেন, বর্তমানে বিশ্বের একাধিক দেশ 'কোভিড থার্ড ওয়েভ'-এর প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি এও জানিয়েছিলেন যে বিশ্বজুড়ে ডেল্টা ভ্যারিয়্যান্ট ছড়ানোর ফলে বাড়ছে কোভিড মৃত্যুও।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3rSOWXY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads