Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fzeNPL
BJP-র রাজনৈতিক যাত্রা নিয়ে তৃণমূলের তোপ https://ift.tt/3jrS898
এই সময়: ভোট-পরবর্তী হিংসার অভিযোগকে জনমানসে আরও বেশি করে তুলে ধরতে বাংলা থেকে মনোনীত চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নেতৃত্বে চারটি 'রাজনৈতিক যাত্রা' বের করার পরিকল্পনা করেছে BJP। লোকসভার বাদল অধিবেশন মিটলেই এই 'রাজনৈতিক যাত্রা' শুরু হবে। কিন্তু তৃণমূলের দাবি, ভোটে হেরে শান্ত বাংলায় ফের অশান্তি পাকাতে চাইছে গেরুয়া শিবির। BJP-র 'রাজনৈতিক যাত্রা' কর্মসূচি তারই অঙ্গ, এমনই মনে করছেন রাজ্যের শাসকদলের নেতারা। নেতা সৌগত রায়ের কথায়, 'বাংলা শান্তই আছে। ভোটে হেরে BJP যেনতেনপ্রকারে পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইছে। এই সব যাত্রা বের করার আসল কারণ সেটাই। কিন্তু এতে ওদের কোনও লাভ হবে না। এই রাজ্যের মানুষ BJP কে চিনে গিয়েছে। মোদী, শাহদের কোনও চেষ্টাই সফল হবে না।' বাংলায় ভোট-পরবর্তী হিংসার অভিযোগ আঁকড়েই এ রাজ্যে BJP ঘুরে দাঁড়াতে চাইছে। কিন্তু জেলাস্তরে সাংগঠনিক ব্যর্থতার কারণে তাদের সেই পরিকল্পনা কোনও কাজে আসছে না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত। মঙ্গলবার দিল্লিতে বাংলার BJP সাংসদরা বৈঠকে বসেছিলেন পরবর্তী রণকৌশল ঠিক করতে। সেখানেই সিদ্ধান্ত হয়, ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গে 'রাজনৈতিক যাত্রা' বের করা হবে। রাজ্যের চার প্রান্ত থেকে চারটি যাত্রা বের হবে। নেতৃত্বে থাকবেন চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী- নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বারলা এবং শান্তনু ঠাকুর। তবে যাত্রাপথ এবং শুরুর দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। গোড়ায় ঠিক হয়েছিল, চার নতুন কেন্দ্রীয় মন্ত্রীকে ঘটা করে সংবর্ধনা দেওয়া হবে বঙ্গ BJP-র তরফে। কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শে শেষমেশ ওই মন্ত্রীদের নেতৃত্বে 'যাত্রা' বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীরা দলের শহিদদের বাড়িতেও যাবেন 'যাত্রা' নিয়ে। আক্রান্ত দলীয় কর্মীদের এই যাত্রার সামনের সারিতে রাখা হবে। BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘুরিয়ে-ফিরিয়ে প্রতিটি যাত্রাতেই অংশ নেবেন। তবে দলের এই কর্মসূচিতে ভিন রাজ্যের নেতৃত্বের অংশগ্রহণ চাইছেন না রাজ্য BJPর অনেকেই। রাজ্য BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, 'বাংলায় এখন শ্মশানের শান্তি। সেই শান্তি ভাঙতেই আমাদের এই যাত্রা।' যদিও তৃণমূল নেতা তাপস রায়েরও দাবি, BJP নতুন করে অশান্তি করতে চাইছে। সে জন্যই BJP-র এই 'যাত্রা' কর্মসূচি। তাপস বলেন, 'আসলে ওই চার প্রতিমন্ত্রীকে দিল্লিতে কোনও দায়িত্ব দেওয়া হয়নি। তাই পশ্চিমবঙ্গেই ওঁদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fzeNPL
Previous article
Next article
Leave Comments
Post a Comment