নতুন ফ্ল্যাট কিনছেন? বাস্তুদোষ নেই তো! মিলিয়ে নিন... https://ift.tt/3fzhgtz - MAS News bengali

নতুন ফ্ল্যাট কিনছেন? বাস্তুদোষ নেই তো! মিলিয়ে নিন... https://ift.tt/3fzhgtz

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: বাস্তুশাস্ত্র নানা ভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িত। বাড়ি হোক বা অফিস, বাস্তু সঠিক না হলে জীবনে শান্তি ও সাফল্য পাওয়া মুশকিল হয়ে যায়। জীবনে নিজস্ব বাড়ি বা ফ্ল্যাটের স্বপ্ন সবারই থাকে। আমরা সবাই চাই নিজের একটা মাথা গোঁজার মতো আশ্রয়। কিন্তু আপনার জীবনের এই স্বপ্ন যেন অশান্তির কারণ হয়ে না দাঁড়ায়। নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার সময় বাস্তু অনুসারে কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার। না হলে বাড়ির বাস্তু সঠিক না হলে জীবনে অশান্তি পিছু ছাড়বে না। দেখে নিন নতুন ফ্ল্যাট কেনার সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন। * নতুন ফ্ল্যাট কেনার আগে সোসাইটির মূল ফটকটা ভালো করে দেখে নিন। আবাসনের মূল দরজা যেন প্লটের দক্ষিণ-পশ্চিম দিকে না থাকে। মূল ফটকের সামনে যেন কোনও লম্বা বিল্ডিং না থাকে। * আবাসনের স্যুইমিং পুল যে প্লটের উত্তর দিকে থাকে। এছাড়া টেনিস লন, ক্লাব এবং অন্য মিটিং এরিয়া থাকুক প্লটের উত্তর-পশ্চিম দিকে। * নতুন ফ্ল্যাট কেনার আগে অবশ্যই দেখে নিন যে আপনার ফ্ল্যাটে ঢোকার মুখেই যেন সিঁড়ি না থাকে। ফ্ল্যাটের মূল দরজার মুখেই সিঁড়ি থাকলে তা সৌভাগ্যকে আপনার ঘরে ঢুকতে বাধা দেবে। * খেয়াল রাখবেন আপনার ফ্ল্যাটে ঢোকার মূল দরজার সামনে যেন কোনও বাধা না থাকে। আর যদি সিঁড়ি বা অন্য় কোনও বাধা থাকে, তাহলে সেখানে একটা বড় আলো লাগিয়ে দিন, যা আপনার ঘরের দিকে নির্দেশ করবে। * আপনার ফ্ল্যাটের বাইরে যেন সোসাইটির কোনও পিলার না থাক। * ফ্ল্যাট কেনার আগে, যে প্লটের উপর আবাসন নির্মিত হয়েছে তার আকার ও আয়তন দেখে নেবেন। প্লটটি বর্গাকার বা আয়তাকার হলে ভালো। এরপর নিজের ফ্ল্যাটের আকার ও আয়তন দেখে নেওয়া জরুরি। * খেয়াল রাখবেন ফ্ল্যাটের মূল দরজা থেকে যেন আপনার পুরো ফ্ল্যাটটা দেখা না যায়। বিশেষ করে শোওয়ার ঘর ও বাথরুম যে ফ্ল্যাটের মূল দরজা থেকে দেখা না যায়। * আবাসনের বেসমেন্টে পার্কিং-এর ব্যবস্থা রাখা ভালো। গ্রাউন্ড ফ্লোরে অনেকে পার্কিং লট করেন। কিন্তু বাস্তুমতে তা না করাই ভালো।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lyfehk
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads