Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fHgIli
সম্পত্তি নিয়ে বিবাদের জের, কামড়ে মামার কান কেটে দিল ভাগ্নে! https://ift.tt/3ywUcmE

এই সময় ডিজিটাল ডেস্ক: পৈশাচিক! সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কামড়ে মামার কান কাটল ভাগ্নে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গুসকরা শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকায়।পুলিশ জানায়, অভিযুক্ত ভাগ্নের নাম বিশ্বজিৎ সরকার ওরফে বুলান। গুসকরা পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ২৭ বছরের বিশ্বজিৎ তার মামা রাজা মাজির কান কামড়ে দিয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তার খোঁজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুসকরা পুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের চোঙদার পুকুর পাড়ের বাগদি পাড়া এলাকার যুবক বিশ্বজিৎ সরকারের বাড়ির পাশেই থাকেন তার মামা রাজা মাজি। পার্শ্ববর্তী একটি জায়গাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। শনিবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। তারপরই বিশ্বজিৎ রাজাদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের মারধর করে এবং রাজার কান কামড়ে কেটে দেয় বলে অভিযোগ। এরপর রবিবার গোটা ঘটনাটি জানিয়ে গুসকরা থানায় ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজা। বিশ্বজিৎ মদ্যপ অবস্থাতেই তাঁদের বাড়িতে চড়াও হয়েছিল বলেও রাজার অভিযোগ। পুলিশকে রাজা জানিয়েছেন, মদ্যপ অবস্থায় বিশ্বজিৎ তাঁদের বাড়িতে এসে প্রথমে তাঁর মা ও বোনকে মারধর করে। তিনি ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয়। তারপর তাঁকে মাটিতে ফেলে কামড়ে তাঁর বাঁ কান কেটে দেয় বিশ্বজিৎ। এরপরই বেগতিক বুঝে পালিয়ে যায় সে। ঘটনার পর রাজার পরিবারের লোকেরা স্থানীয়দের সাহায্যে তাঁকে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করায়। এদিকে, ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে বিশ্বজিৎ। রবিবার সন্ধ্যা পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। বিশ্বজিতের খোঁজে তল্লাশি শুরু করেছে গুসকরা থানার পুলিশ।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fHgIli
Previous article
Next article
Leave Comments
Post a Comment