Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3xwxmdH
প্রয়াত বলিউড অভিনেতা অনুপম শ্যাম https://ift.tt/3jBdKA7

এই সময় ডিজিটাল ডেস্ক: বিনোদন জগতে দুসংবাদ। প্রয়াত অভিনেতা ()। বলিউডের একাধিক সিনেমা ও জনপ্রিয় টিভি শো ''-এর ঠাকুর সজ্জন সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। রবিবার ৬৩ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। মাল্টিপল অর্গ্যান ফেলিওয়ের কারণেই মৃত্যু হয় এই অভিনেতার। কয়েকদিন আগেই কিডনি জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় অনুপম শ্যামকে। গত কয়েকদিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, মাল্টিপল অর্গ্যান ফেলিওরের কারণেই মৃত্যু হয়েছে এই অভিনেতার। এর আগেও অনুপম শ্যামের স্বাস্থ্য সংবাদ শিরোনামে এসেছিল। সে সময় বলিউড এবং বিনোদন জগতের ব্যক্তিরা তাঁর পাশে থেকে যথেষ্ট সহায়তা করেছিলেন। কিন্তু এবার জীবন যুদ্ধে হেরে গেলেন অভিনেতা। প্রতিজ্ঞা ২ -এর শুটিং করছিলেন তিনি জানা গিয়েছে, প্রতিজ্ঞা ২ -এর শুটিং করছিলেন অনুপম শ্যাম। কিন্তু কয়েকদিন আগে থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। মুম্বাইয়ের লাইফ লাইন হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। রবিবার রাত ৮ টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অনুপম শ্যাম দস্তক,হাজার চৌরসী কি মা, দুষ্মান, সত্যা সংগ্রাম, লাগান, নায়ক, শক্তি, পাপ-এর মতো বহু সিনেমায় কাজ করেছিলেন এই অভিনেতা। তবে ছোট পর্দার ঠাকুর সজ্জন সিংয়ের ভূমিকাতেও তিনি যথেষ্ট বিখ্য়াত হন। তিনি এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে, তাঁর রীতিমতো ফ্যানবেসও তৈরি হয়। অনেকেই তাঁর চরিত্রের মতো গোঁফ রাখতে শুরু করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। সোশ্য়াল মিডিয়ায় সকলেই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3xwxmdH
Previous article
Next article
Leave Comments
Post a Comment