ফাইজারে অ্যান্টিবডি ৫ গুণ কম: ল্যানসেট https://ift.tt/3po0otr - MAS News bengali

ফাইজারে অ্যান্টিবডি ৫ গুণ কম: ল্যানসেট https://ift.tt/3po0otr

এই সময়: সমস্যার মূলে ডেল্টা-ই (Delta)! এই স্ট্রেনই ভারতে করোনার দ্বিতীয় ঢেউকে (Corona Second Wave) এমন ভয়াবহ জায়গায় পৌঁছে দিয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। B.1.617 স্ট্রেনটির হদিস প্রথমে ভারতে মেলায় মুখে-মুখে এটিকে ভারতীয় স্ট্রেনই বলা হচ্ছিল এত দিন। সম্প্রতি ডেল্টা নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO )। মারাত্মক সংক্রামক এই স্ট্রেন নাকি ইতিমধ্যেই ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে। এই স্ট্রেনকে নানাবিধ প্রতিষেধক কতটা সামলাতে পারছে, তা নিয়ে চলছে। এরই মধ্যে মেডিক্যাল জার্নাল ল্যানসেটে () প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হল, ফাইজারের () তৈরি করোনা-ভ্যাকসিন ডেল্টার বিরুদ্ধে মাঠে নেমে পাঁচ গুণ কম অ্যান্টিবডি তৈরি করছে। প্রকাশিত গবেষণাপত্রটিতে বলা হয়েছে, ফাইজারের প্রথম ডোজ নেওয়ার পরে অনেকটাই কম দেখাচ্ছে অ্যান্টিবডি রেসপন্স। তাই করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা বাড়াতে গবেষকদের একাংশের পরামর্শ- ফাইজারের দু'টি ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা হোক। গবেষকদের দাবি, করোনার প্রাথমিক স্ট্রেনের জবাবে ফাইজারের প্রথম ডোজ প্রায় ৭৯ শতাংশ প্রতিরোধ গড়ছে। কিন্তু আলফা, ডেল্টা ও বিটা (দক্ষিণ আফ্রিকায় প্রথম খোঁজ) স্ট্রেনের ক্ষেত্রে তা যথাক্রমে ৫০, ৩২ এবং ২৫ শতাংশে দাঁড়াচ্ছে। তাহলে উপায়? গবেষক এমা ওয়ালের দাবি, যত দ্রুত সম্ভব দ্বিতীয় ডোজ দিলেই পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে মনে করছি। করোনা টিকা কোভিশিল্ডের দু'টি ডোজের মধ্যে ব্যবধান সম্প্রতিই ৬-৮ সপ্তাহ থেকে বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ করেছে ভারত। সম্পূর্ণ উল্টো পথে হেঁটে ল্যানসেট কিন্তু ফাইজারের ক্ষেত্রে ডোজের ব্যবধান কমানোর কথা বলছে। ব্রিটেন ইতিমধ্যেই অবশ্য সেই পথে হাঁটতে শুরু করে দিয়েছে। করোনার ডেল্টা স্ট্রেনের দাপটে ফের কঠিন সময় সে দেশে। প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার তাই ফাইজারের দু'টি ডোজের মধ্যে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে। কিন্তু যাঁদের দু'টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, তাঁদের অ্যান্টিবডি রেসপন্স কতটা স্ট্রেনের মোকাবিলা করতে পারবে, এখন সেটাই দেখার। ল্যানসেটে এই গবেষণাপত্র তৈরির জন্য গবেষকরা ২৫০ জনের থেকে রক্ত নিয়েছিলেন। যাঁদের ফাইজারের একটি বা দু'টি ডোজ নেওয়া হয়েছে। যাঁদের দু'টি ডোজ, সে ক্ষেত্রে ব্যবধান ছিল অন্তত তিন মাসের। দুনিয়ার আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3pqCi1o
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads