আজও চলবে বৃষ্টিপাত, জানুন কেমন থাকবে আগামী সপ্তাহে রাজ্যের আবহাওয়া https://ift.tt/3s0pzUc - MAS News bengali

আজও চলবে বৃষ্টিপাত, জানুন কেমন থাকবে আগামী সপ্তাহে রাজ্যের আবহাওয়া https://ift.tt/3s0pzUc

এই সময় ডিজিটাল ডেস্ক: মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত, এই জোড়া ফলায় বৃষ্টিপাত চলছে বাংলায়। আজকেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। কিন্তু আগামী সপ্তাহ থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। আজ বৃষ্টিপাত হতে পারে কলকাতার পাশাপাশি হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রামে। আলিপুর দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যা ক্রমশ উত্তর দিকে সরছে। আগামী সপ্তাহের শুরুতে এই অক্ষরেখা অবস্থান করবে উত্তরবঙ্গে। আর এই মৌসুমী অক্ষরেখার প্রভাবেই রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দুইবঙ্গের একাধিক জেলায়। সোমবার থেকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পং, এই পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এদিকে গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টিপাত হয়েছে ০০৭.৭ মিলিমিটার। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কমতে পারে সোমবার থেকেই। উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। যদিও ১১ অগাস্ট, বুধবার উত্তর এবং দক্ষিণ দিনাজপুর,মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসি ঘাটাল, খানাকুল, উদয়নারায়ণপুর সহ একাধিক এলাকা। পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের এই পরিস্থিতির জন্য কেন্দ্রকেই তোপ দেগেছেন তিনি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3rYPsUk
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads