Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fIUcZl
'পরবর্তী প্রজন্মের অনুপ্রেরণা অদিতি', প্রশংসায় পঞ্চমুখ মিলখা পুত্র https://ift.tt/3lHpR13

এই সময় ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে তাক লাগিয়ে দিয়েছেন গল্ফার অদিতি অশোক। একটুর জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয় তাঁর। শেষ করেন চতুর্থ স্থানে। তাঁকে এবার প্রশংসায় ভরিয়ে দিলেন গল্ফার জীব মিলখা সিং। রবিবার অদিতির খেলা শেষের পর মিলখা সিংয়ের পুত্র জীব মিলখা বলেন, 'অদিতি অশোক যেভাবে খেললেন, তা দেখে আমি মুগ্ধ। একটা কথাই বলব, তিনি চতুর্থ স্থানে শেষ করে গল্ফে নতুন ইতিহাস তৈরি করেছেন। লম্বা গ্যাপের পর ২০১৬ অলিম্পিক্সে গল্ফকে জায়গা দেওয়া হয়েছিল। তাঁর খেলার মাধ্যমে যুব সমাজকে অনুপ্রেরণা যুগিয়েছেন'। ভারত গল্ফ এখনও খুব বেশী জনপ্রিয় নয়। বরং ধনীদের খেলা বলে অনেকের কাছে পরিচিত গল্ফ। সেই কারণে দেশে গল্ফ খেলোয়াড়ের সংখ্যা অনেক কম। সেই কারণেই অলিম্পিকে বেশি প্রচার পাননি অদিতি অশোক। পদক জয়ের সম্ভবনা তৈরি হওয়ায়, তিনি লাইমলাইটে আসেন। এই বিষয়ে এ বার মন্তব্য করলেন গল্ফার জীব মিলখা সিং। তাঁর কথায়, 'আমি সরকারের কাছে বারবার আর্জি জানিয়েছি যাতে দেশবাসীর কাছে গল্ফকে আরও জনপ্রিয় করার পদক্ষেপ নেওয়া হয়। গল্ফ স্টিক হাতে তোলার সুযোগ সকলের পাওয়া উচিত। জনগনকে সচেতন করলে শিশুরা ছোট থেকেই গল্ফ অনুশীলনের সুযোগ পাবে'। অদিতির প্রশংসা করে জীবের সংযোজন, 'অদিতির অভিভাবকরা তাঁকে সাহায্য করেছেন। অদিতি এখন দেখিয়ে দিচ্ছেন যে সবকিছুই সম্ভব। অদিতি যা অর্জন করেছেন আমরা তাতে গর্বিত। আশাহত হওয়ার কোনও কারণ নেই'। প্রথম ভারতীয় হিসেবে গলফে চতুর্থ স্থানে শেষ করেছেন অদিতি। এর আগে রিও অলিম্পিকে অংশগ্রহণ করলেও সে বার বিশেষ ছাপ পারেননি তিনি। তবে এ বার নিজেকে প্রমাণ করে দিয়েছেন দক্ষতার সঙ্গে। উল্লেখ্য, কিছুদিন আগে প্রয়াত 'ফ্লাইং শিখ' মিলখা সিং। এ দিন জীবের কথায় উঠে এসেছিল বাবার প্রসঙ্গও। তিনি বলেন, 'বাবা সবসময় চাইতেন ভারতকে খেলার পাওয়ার-হাউস বানাতে। তিনি উপর থেকে আশীর্বাদ করছেন'। এ দিকে নীরজ চোপড়া নিজের স্বর্ণপদক মিলখা সিংকে উৎসর্গ করায় আপ্লুত জীব মিলখা সিং।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3fIUcZl
Previous article
Next article
Leave Comments
Post a Comment