Delta-র থাবা, ওপার বাংলায় তরুণদের জন্য বেশি ঘাতক হয়ে উঠছে কোভিড! https://ift.tt/2VC5CaD - MAS News bengali

Delta-র থাবা, ওপার বাংলায় তরুণদের জন্য বেশি ঘাতক হয়ে উঠছে কোভিড! https://ift.tt/2VC5CaD

এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্টের দাপটে ঘুম উড়েছে গোটা বিশ্বের। ওপার বাংলাতেও বাড়ছে করোনার দাপট। এরই মধ্যে সম্প্রতি একটি তথ্যের পর্যালোচনা চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। প্রবীণদের থেকেও তরুণদের জন্য ডেলটা ভ্যারিয়্যান্ট মারাত্মক, জানা গিয়েছে এমনটাই। বাংলাদেশে গত বছরের তুলনায় চলতি বছর ৩০ বছর বা তার কম বয়সীদের মৃত্যুর হার বেড়েছে ৮০ শতাংশ। তরুণদের উপর করোনার ডেল্টা ভ্যারিয়্যান্টের হানা রীতিমতো উদ্বেগে ফেলছে বিশেষজ্ঞদের। গত বছর অগাস্টে বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছিল ১৭০ জনের। তাঁদের মধ্যে ২৪ জন ছিলেন ৩০ অনুর্ধ্ব। অর্থাৎ তরুণদের মৃত্যুহার ছিল সামান্যই। এদিকে, ২০২১ সালের জুলাই মাসে করোনায় আক্রান্ত হয়ে ওপার বাংলায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৩২ জনের। তাঁদের মধ্যে ৩০ অনুর্ধ্ব ২২৩ জন, যা গত বছরের তুলনায় প্রায় ৮ গুণ বেশি। অর্থাৎ ৩০ অনুর্ধ্বদের কোভিডের মৃত্যুর হার অনেকটাই বেড়েছে। এদিকে, শুধু এপার বাংলায় নয়, বাংলাদেশেও ত্রাসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ডেল্টা ভাইরাস। সম্প্রতি জানা গিয়েছে বাংলাদেশের ৯৮ শতাংশ করোনা রোগীই ডেল্টাতে আক্রান্ত। এদিকে, করোনা নিয়ন্ত্রণে আনতে ওপার বাংলায় বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। বাংলাদেশের মন্ত্রী একেএম মোজাম্মেল হক জানিয়েছেন, ১০ অগাস্ট পর্যন্ত ওপার বাংলায় চলবে লকডাউন। তিনি আরও বলেন, ১১ অগাস্ট থেকে দোকানপাট, অফিস, ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শর্ত সাপেক্ষে যানবাহন চলাচলও করবে । ১১ অগাস্ট থেকে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে। যাদের টিকা নেওয়া হয়েছে, তারাই দোকান খুলতে এবং গাড়ি চালাতে পারবেন। সরকারি কর্মীরাও টিকা নিয়ে থাকলে অফিসে আসতে পারবেন বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকাকরণে জোর দিচ্ছে বাংলাদেশও। সম্প্রতি ভারতীয় টিকা কোভ্যাক্সিনকে ট্রায়ালের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3xADnpE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads