বিধায়ক পদ খারিজ ইস্যুতে মুকুল-শুভেন্দুকে বিধানসভায় তলব স্পিকারের https://ift.tt/3rU0Tww - MAS News bengali

বিধায়ক পদ খারিজ ইস্যুতে মুকুল-শুভেন্দুকে বিধানসভায় তলব স্পিকারের https://ift.tt/3rU0Tww

এই সময় ডিজিটাল ডেস্ক: দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করার আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে অধ্যক্ষের ঘরে ইতিমধ্যেই দু'দিন শুনানি হয়ে গিয়েছে। দু'দিনই বিরোধী দলনেতা শুনানিতে উপস্থিত ছিলেন। দ্বিতীয় দিনে তাঁর সঙ্গে ছিলেন হাইকোর্টের আইনজীবীও। তবে অনুপস্থিত ছিলেন মুকুল রায়। পরবর্তী শুনানির জন্য এবার দলত্যাগী বিধায়ককে তলব করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, মুকুল রায়কে আগামী ১৬ অগাস্ট ডেকে পাঠিয়েছেন অধ্যক্ষ। একই বিষয়ে শুনানির জন্য শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে পরদিন অর্থাৎ ১৭ অগাস্ট। অধ্যক্ষ পৃথকভাবে দু'জনের বক্তব্য শুনতে চান বলেই মনে করা হচ্ছে। এখনও BJP-র বিধায়ক। অথচ যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। BJP-র দাবি মুকুলকে বিধায়ক পথ থেকে পদত্যাগ করতে হবে। এই নিয়েই জটিলতার সূত্রপাত। মুকুল রায় BJP অর্থাৎ বিরোধী বিধায়ক বলেই তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান করা হয়। এমনটাই দাবি তৃণমূলের। উল্লেখ্য, PAC-র প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন না মুকুল রায়। BJP-র জোরালো দাবি মুকুল রায়কে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতি এখনও উত্তপ্ত। এবার অধ্যক্ষের ঘরে দু'জনকে তলব করার খবরে বিতর্কের অবসান হবে কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CnuYta
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads