22 বিলিয়ন মার্কিন ডলারের Crypto দুর্নীতির জালে চিন! https://ift.tt/3rVD87m - MAS News bengali

22 বিলিয়ন মার্কিন ডলারের Crypto দুর্নীতির জালে চিন! https://ift.tt/3rVD87m

এই সময় ডিজিটাল ডেস্ক: বড়সড় ক্রিপ্টোকারেন্সি দুর্নীতির জালে চিন। বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাড্রেস সেই দেশে প্রায় 2.2 বিলিয়ন মার্কিন ডলারের ( 16 হাজার কোটি টাকা ভারতীয় মুদ্রায়) সমতুল্য ক্রিপ্টোকারেন্সি নানা সংস্থাকে পাঠিয়েছে। ঘটনাচক্রে, এই সংস্থাগুলি অধিকাংশই বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি ও ডার্কনেট অপারেশনের সঙ্গে যুক্ত ছিল। দুর্নীতি কিংবা ডার্কনেট অপারেশনসের এই যাবতীয় ঘটনাগুলিই ঘটেছে 2019 থেকে 2021 এর মধ্যে। এই দু বছরেই আন্তর্জাতিক স্তরে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। ঠিক সেই সময়ই চিনে এইরকম বড় দুর্নীতি ক্রিপ্টোর ব্যবহারে অসুবিধা তৈরি করতে পারে৷ বিশিষ্ট ব্লকচেন তথ্য সংগ্রহকারী সংস্থা Chainalysis এর সাম্প্রতিককালে প্রকাশিত একটি সমীক্ষায় উঠে এসেছে ওই তথ্য। ওই সংস্থা জানিয়েছে বিভিন্ন রকমের সন্দেহজনক সোর্সের থেকে বিভিন্ন সংস্থা প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি ক্রিপ্টোকারেন্সি পেয়েছে। এই সমস্ত সোর্সের অনেকগুলিই বে-আইনি এবং নানারকম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত। ঘটনার শেষ অবশ্য এখানেই নয়, ওই ব্লকচেন সংস্থার দাবি, ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত যাবতীয় জাল লেনদেনের ফলে গোটা দেশ জুড়ে অজস্র বিনিয়োগকারী প্রতারণার শিকার হয়েছেন। তাদের যাবতীয় বিনিয়োগের ভিত্তি করেই এই সংস্থাগুলি নিজেদের মুনাফা অর্জন করেছে। গোটা দেশ জুড়ে Ponzi স্কিমের অনুপস্থিতির সুযোগেই ক্রিপ্টো দুর্নীতির রমরমা বেড়েছে। গোটা দেশে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছেন বিনিয়োগকারীরা। প্রথম বিশ্বের যে দেশগুলি বর্তমানে ক্রিপ্টো নিয়ে লেনদেন করে থাকে, তাদের মধ্যে চীন সবথেকে অ-সুরক্ষিত এবং অ-নিরাপদ হিসেবেও স্বীকৃতি পেয়েছে মূলত এই কারণেই। কিন্তু এতবড় এই দুর্নীতির নাম কী? চেইনালিসিস সংস্থার কর্মকর্তাদের মতে, বিপুল এই দুর্নীতি হয়েছে ' PlusToken' নামে একটি ক্রিপ্টো লেনদেনের সময়। তবে খারাপের মধ্যেও আশার আলো আছে৷ বর্তমানে গোটা চীন জুড়েই ' PlusToken' সংক্রান্ত নানা সতর্কতামূলক নির্দেশিকা ছড়িয়ে পড়ছে। যা সার্বিকভাবে দেশের ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত বিনিয়োগের অবস্থায় পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনি কি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে আগ্রহী? প্রতারণার শিকার না হয়ে কী ভাবে এগোবেন সেই পথে? দেখুন এই সময় ডিজিটাল ডেস্কের তৈরি ভিডিয়ো। ক্রিপ্টো-সংক্রান্ত যাবতীয় খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটাল ডেস্কের ব্যবসার কথা। আরও পড়ুন:


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3imkOkF
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads