Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3luFV6q
ধর্মঘটের জেরে বন্ধ পেট্রল-ডিজেল সরবরাহ, বিপাকে গ্রাহকেরা https://ift.tt/3yx9J60
এই সময় ডিজিটাল ডেস্ক: অয়েল ট্যাঙ্কার মালিক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে বড়সড় বিপাকে গ্রাহকেরা। ৫ অগাস্ট বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল হাওড়ার এবং ডিজেল সরবরাহ। এদিন সকাল থেকেই হাওড়ার মৌরিগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে ট্যাঙ্কার মালিকেরা পেট্রল এবং ডিজেলের গাড়িতে রিফিল করেননি। ফলে ছ'টি জেলা- , হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একাংশে জ্বালানি তেল সরবরাহ করা যায়নি। ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ইন্ডিয়ান অয়েল-এর পক্ষ থেকে অয়েল ট্যাঙ্কারের জন্য যে টেন্ডার ডাকা হয়, তাতে ট্রান্সপোর্ট রেট অস্বাভাবিক হারে কমিয়ে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে তাঁরা ধর্মঘটে সামিল হয়েছেন। এদিকে, পেট্রোল এবং ডিজেল ট্যাঙ্কারে না তোলার কারণে পেট্রল পাম্পগুলিতেও তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিন ইন্ডিয়ান অয়েলের সমস্ত পাম্প, HPCL-এর ৫০ থেকে ৬০ শতাংশ পাম্প ও BPCL-এর ২০ থেকে ৩০ শতাংশ পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। এরকম চলতে থাকলে, অবিলম্বে অয়েল ট্যাঙ্কার মালিকদের ধর্মঘট না উঠলে গ্রাহকেরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প মালিকদের সংগঠন, ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ সেন। বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৬০-৭০টি পাম্প ড্রাই হয়ে গিয়েছে। ধর্মঘট না উঠলে কাল বিকেল থেকে ৬৫০-৭০০ পাম্প ড্রাই হয়ে যাবে।’ যদিও ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ হলদিয়া ও দুর্গাপুর থেকে তেল সরবরাহ করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে। তবে গোটা ঘটনার জন্য অবশ্য ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষকেই দায়ী করছে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার অ্যাসোসিয়েশন সম্পাদক রাজকুমার চ্যাটার্জি। তিনি বলেন, ‘প্রায় ৬০টি চুক্তিবদ্ধ তেলবাহী ট্যাঙ্কারকে ইতিমধ্যে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ভাড়াও কমিয়ে দেওয়ার ফলে সমস্যায় পড়েছেন তাঁরা।’ তাই তাঁদের দাবি মানা না হলে আন্দোলন চলবে বলেও সংগঠনের তরফে হুঁশিয়ারি দিয়েছেন রাজকুমার চ্যাটার্জী। তবে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ তাঁদের বিষয়টি বিবেচনা করে সমস্যার সমাধান করবে বলেও আশাবাদী অয়েল ট্যাঙ্কার মালিক সংগঠন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3luFV6q
Previous article
Next article
Leave Comments
Post a Comment