Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lBsUYK
কোভিশিল্ড বাড়ন্ত, শুক্রবার কলকাতায় বন্ধ থাকবে টিকাকরণ https://ift.tt/2VrjK6u
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা টিকা সঙ্কটে ভুগছে মহানগর। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, শহরে বন্ধ হয়ে গেল টিকাকরণ। কলকাতা পুরসভার তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে, শুক্রবার শহর জুড়ে ১০২টি কোভিশিল্ড ক্যাম্প এবং ৫০টি কোভিশিল্ড মেগা সেন্টারে বন্ধ থাকছে টিকাকরণ। কারণ ভাঁড়ারে এর কোনও ডোজ অবশিষ্ট নেই। পর্যাপ্ত করোনা টিকা পাঠাচ্ছে না কেন্দ্র, এই অভিযোগ তুলে বৃহস্পতিবারই ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে রাজ্যবাসীর জন্য পর্যাপ্ত টিকার ডোজের দরবারের সঙ্গে সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলেন। জবাবে পালটা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে সেই অভিযোগ খারিজও করেছে কেন্দ্র। শুধু তাই নয়, কেন্দ্র আজ পর্যন্ত কত পরিমাণ ভ্যাকসিন ডোজ সরবাহ করেছে রাজ্যকে। তার হিসাবও দিয়েছে কেন্দ্রের সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যার অভিযোগ অনুযায়ী সেই টিকাও পর্যাপ্ত নয়, তার প্রমাণ মিলল এদিনই। কলকাতায় কোভিশিল্ডের যোগানে টান। টিকার অভাবে বন্ধ শিবির । পুরসভা পরিচালিত কলকাতার ১৫২টি টিকাকরণ কেন্দ্রে কাল বন্ধ থাকবে ঝাঁপ। এখনও পর্যন্ত কত টিকা পেয়েছে বাংলা তার বিস্তারিত হিসাব দিল কেন্দ্র। একইসঙ্গে অবিজেপি শাসিত রাজ্য হিসেবে টিকায় বঞ্চনার অভিযোগ উড়িয়ে চিঠিতে কেন্দ্র জানিয়েছে, দেশের মধ্যে বাংলাকে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ টিকার ডোজ পাঠিয়েছে কেন্দ্র। দেশে সবথেকে বেশি টিকা পেয়েছে মহারাষ্ট্র। তারপরই বাংলার স্থান। টিকার ডোজের বিস্তারিত হিসাব দিয়ে কেন্দ্রের দাবি এখনও পর্যন্ত ৫২ লাখ ভ্যাকসিন ডোজ বাংলাকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, আগামীকাল কোভিশিল্ড টিকাকরণ বন্ধ থাকলেও দেওয়া হবে কোভ্যক্সিন।মুখ্যমন্ত্রী বাংলার জনগণের সম্পূর্ণ টিকাকরণের জন্য কেন্দ্রের কাছে ১৪ কোটি Dose চেয়ে চিঠি পাঠিয়েছিলেন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3lBsUYK
Previous article
Next article
Leave Comments
Post a Comment