মহামঞ্চে তেরঙার বাজি লভলিনা, গুরুজিতরা https://ift.tt/3rQhDoq - MAS News bengali

মহামঞ্চে তেরঙার বাজি লভলিনা, গুরুজিতরা https://ift.tt/3rQhDoq

এই সময়: এক দিকে, অসমের অখ্যাত গ্রামের মেয়ে লভলিনা বরগোঁহাই। অন্য দিকে, অস্ট্রেলিয়াকে হারিয়ে অঘটন ঘটানো রানি রামপালের নেতৃত্বধীন মেয়েদের হকি টিম। এক কথায়, ফের তেরঙা ওড়ানোর জন্য আজ অলিম্পিক্সে দেশ তাকিয়ে নারীশক্তির দিকে। তবে রং যাই হোক, জীবনের লড়াইয়ে পদক জেতা হয়ে গিয়েছে লভলিনা, রানিদের। লভলিনার বাড়ির সামনের কাঁচা রাস্তা বা হরিয়ানার রানির জীবনে উঠে আসা হার মানাবে কল্পবিলাসী সাহিত্যিককেও। আজ বুধবার দুপুরে যাঁকে সামনে রেখে 'রিয়াল চক দে'র স্বপ্নে বিভোর হবে ১৩০ কোটির দেশ, সেই রানির পরিবারে ছোটবেলায় দু'মুঠো খাবারই জুটত না। হরিয়ানার শাহবাদে রানির বাবা ছিলেন রিক্সাচালক, পরিচারিকার কাজ করতেন মা। ছোটবেলায় এতটাই রোগা ছিলেন যে স্থানীয় এক প্রশিক্ষক দেখে বলেছিলেন, 'তোমার গায়ে তো শক্তিই নেই। খেলবে কী করে?' হাতে নেই নতুন স্টিক, গায়ে নেই নতুন জার্সি, পেটে পর্যাপ্ত খাবার তো নেই-ই। এমন অনেক প্রতিকূলতায় ড্রিবল করে এগিয়েছেন রানি। আজ টার্ফে তাঁর তেমন একটা জীবনের ম্যাচই দেখতে চাইছে গোটা দেশ। আসলে রানি, লভলিনারাই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন। বক্সিংয়ে ৬৯ কেজি বিভাগে সেমিফাইনালে ওঠায় ২৩ বছরের তরুণী লভলিনা বরগোঁহাইয়ের ব্রোঞ্জ নিশ্চিত। কিন্তু তিনি নিজেই বলেছেন, 'মেডেল তো বস গোল্ড হোতা হ্যায়। লেট মি গেট দ্যাট ফার্স্ট।' আজ ফাইনালে উঠতে হলে লভলিনাকে পেরোতে হবে তুরস্কের প্রতিদ্বন্দ্বী সুরমেনেলিকে। যিনি এ বছর আন্তর্জাতিক টুর্নামেন্টে দু'টি সোনা পেয়েছেন। ছ'বছর আগে তিনি দেশের প্রেসিডেন্টকে অলিম্পিক্স পদক এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ সবে অবশ্য অবিচলিত লভলিনা। তাঁর কোচ বঙ্গসন্তান আলি কামার টোকিও থেকে বলছেন, 'লভলিনা এখন খুবই আত্মবিশ্বাসী। এই লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি। এই দুই বক্সার এর আগে মুখোমুখি হয়নি। ফলে দু'জনেরই সমান সমান সুযোগ থাকবে।' এর আগে বক্সিংয়ে অলিম্পিক্সে দেশকে পদক এনে দিয়েছেন মাত্র দু'জন। বিজেন্দর সিং ও মেরি কম। এ বার পদকের লড়াই থেকে ছিটকে গিয়ে মেরি বলেছেন, 'পদক জয়ের ক্ষমতা অবশ্যই লভলিনার আছে। ও অত্যন্ত কঠিন চরিত্রের মেয়ে।' রানিদের কাজটাও সহজ নয়। তাঁদের প্রতিপক্ষ বিশ্বের দু'নম্বর আর্জেন্তিনার বিরুদ্ধে। গত সোমবার ফেভারিট অস্ট্রেলিয়াকে ১-০ হারানোর পর মেয়েদের টিমকে ঘিরে প্রত্যাশা এখন তুঙ্গে। কিন্তু আজ রানি রামপাল, গুরজিৎ কৌর, বন্দনা কাটারিয়াদের কাজটা মোটেও সহজ নয়। আর্জেন্তিনার মেয়েরা এর আগে ২০০০ সালে সিডনি ও ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে রুপো পেলেও সোনা কখনও পাননি। ফলে তাঁরা এ বার সোনা পেতে মরিয়া। এ বারই তাঁরা রিওর ব্রোঞ্জ পদক জয়া জার্মানিকে ৩-০ উড়িয়ে দিয়েছেন। আর্জেন্তিনার সঙ্গে হকিতে ভারতের মেয়েরা এর আগে কখনওই জেতেননি। তবে অতীতে কী হয়েছে, মনে রাখতে চাইছেন না বিশ্ব ক্রমপর্যায়ে সাত নম্বরে উঠে আসা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রানি রামপাল। বলছেন, 'সেমিফাইনালে পৌঁছে আমরা ইতিহাস গড়েছি। তবে সেটাই শেষ কথা নয়। আর দুটো ম্যাচ ভালো খেলতে পারলে আরও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করবে। মেয়েরা সেটা জানে। ওরা মাঠে নিজের সর্বস্ব দেবে।'


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ynL3Np
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads