অলিম্পিকের আসরে ভূমিকম্প! আতঙ্ক ছড়াল জাপানে https://ift.tt/3CfJ14f - MAS News bengali

অলিম্পিকের আসরে ভূমিকম্প! আতঙ্ক ছড়াল জাপানে https://ift.tt/3CfJ14f

এই সময় ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ()। অলিম্পিকের আসরেই () অনুভূত হল কম্পন। জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৫টা নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয় জাপানে। কম্পনের উৎস্থল ছিল ইবারাকি এলাকা। জাপানের মেটেরোলজিক্যাল এজেন্সি জানাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। জানা গিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটার গভীরে। ২০ সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আফটার শকও অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যার স্থায়িত্ব ছিল প্রায় ৩০ সেকেন্ড পর্যন্ত। প্রায়ই ঘটে থাকে। ভূপৃষ্ঠের তিনটি প্লেটের উপর অবস্থান করছে জাপান। ফলে প্লেটগুলি সামান্য সরে গেলেও কেঁপে ওঠে এই দেশ। তবে এই মুহূর্তে টোকিয়োতে চলছে অলিম্পিক ২০২০। সেই আসরেই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামে উপস্থিত সকলেই কম্পন টের পান। মুহূর্তের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। আয়োজক ও স্টাফেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। যদিও সেই মুহূর্তে কোনও খেলা শুরু হয়নি বলেই খবর। তবে অলিম্পিক ভিলেজে সমস্ত দেশেরই প্রতিযোগীরা রয়েছেন। ভূমিকম্পের ঘটনায় সকলেই সাময়িকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। জারি হয়নি সুনামির সতর্কতাও। এদিকে, ফের তেরঙা ওড়ানোর জন্য আজ অলিম্পিকে দেশ তাকিয়ে নারীশক্তির দিকে। তবে রং যাই হোক, জীবনের লড়াইয়ে পদক জেতা হয়ে গিয়েছে লভলিনা, রানিদের। আজ ফাইনালে উঠতে হলে লভলিনাকে পেরোতে হবে তুরস্কের প্রতিদ্বন্দ্বী সুরমেনেলিকে। যিনি এ বছর আন্তর্জাতিক টুর্নামেন্টে দু'টি সোনা পেয়েছেন। ছ'বছর আগে তিনি দেশের প্রেসিডেন্টকে অলিম্পিক্স পদক এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ সবে অবশ্য অবিচলিত লভলিনা। তাঁর কোচ বঙ্গসন্তান আলি কামার টোকিও থেকে বলছেন, 'লভলিনা এখন খুবই আত্মবিশ্বাসী।' রানিদের কাজটাও সহজ নয়। তাঁদের প্রতিপক্ষ বিশ্বের দু'নম্বর আর্জেন্তিনার বিরুদ্ধে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jnaZ5g
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads