Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ikjVsW
হাওড়া কারশেডে জমে জল, জানুন কোন ট্রেনগুলি বাতিল হল https://ift.tt/3fP6z6v
এই সময় ডিজিটাল ডেস্ক: বুধবার সকাল থেকে ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন হাওড়া স্টেশন সংলগ্ন রেলের কারশেড। ফলে হাওড়া শাখার বেশ কয়েকটি ট্রেনের সূচিতে বদল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। এক বিজ্ঞপ্তি জারি করে ট্রেনের সূচি বদলের কথা জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৩০১৯ আপ হাওড়া-কাঠগুদাম স্পেশ্যাল ট্রেনটি বুধবার রাত পৌনে ৯টার বদলে রাত পৌনে ১টায় হাওড়া থেকে ছাড়বে। এছাড়া ০৩১৪৫ কলকাতা-রাধিকাপুর স্পেশ্যাল ট্রেনটি এদিন সন্ধ্যা সাড়ে ৭টার পরিবর্তে রাত সাড়ে ১০টায় ছাড়বে। এছাড়া হাওড়া কারশেড জলমগ্ন থাকায় ৫ অগাস্ট এবং ৬ অগাস্ট ট্রেনটি জামালপুর পর্যন্ত বাতিল করা হয়েছে। এর পরিবর্তে ০৩০১৫ হাওড়া-জামালপুর স্পেশ্যাল ট্রেনটি ১৫ অগাস্ট হাওড়া থেকে এবং ০৩০১৬ জামালপুর-হাওড়া স্পেশ্যাল ১৬ অগাস্ট জামালপুর থেকে ছাড়বে। এছাড়া অতিরিক্ত বৃষ্টির জন্য বুধ ও বৃহস্পতিবার হাওড়া শাখার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল- ৪ অগাস্ট বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে- ০৩০০১ হাওড়া-সিউড়ি স্পেশ্যাল, ০৩০০২ সিউড়ি-হাওড়া স্পেশ্যাল, ০৩০৪৩ হাওড়া-রকশল স্পেশ্যাল, ০৩০১৫৯ কলকাতা-যোগবানি স্পেশ্যাল। এই ট্রেনটি প্রথমে রাত ১১টা নাগাদ ছাড়ার কথা হলেও পরে সম্পূর্ণ বাতিল করা হয়। ৫ অগাস্ট যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- ০৩১১৩ কলকাতা-লালগোলা স্পেশ্যাল, ০৩১১৪ লালগোলা-কলকাতা স্পেশ্যাল, ০৩০১৫ হাওড়া-ভাগলপুর স্পেশ্যাল, ০৩০১৬ ভাগলপুর-হাওড়া স্পেশ্যাল। হাওড়ার পাশাপাশি কলকাতা স্টেশনেরও বিস্তীর্ণ অংশ জলমগ্ন। তাই ৫ অগাস্ট বেশ কিছু ট্রেন কলকাতা স্টেশনের পরিবর্তে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে- ০৩১৫১ আপ কলকাতা-জম্মু তাওয়াই স্পেশ্যাল, ০৯৬০৭ আপ কলকাতা-মাদার জংশন স্পেশ্যাল এবং ০২২৬১ আপ কলকাতা-হলদিবাড়ি স্পেশ্যাল। এই তিনটি ট্রেন দমদম জংশনে স্টপেজ দেবে বলেও জানিয়েছেন রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ikjVsW
Previous article
Next article
Leave Comments
Post a Comment