Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jmwZxa
চরম লজ্জা! জিততে না পেরে ভারতীয় কুস্তিগীরকে কামড় প্রতিপক্ষের https://ift.tt/3ChCEgv
এই সময় ডিজিটাল ডেস্ক : চলতি টোকিয়ো অলিম্পিকে রুপোর পদক নিশ্চিত করে ফেলেছেন ভারতীয় কুস্তিগীর রবি কুমার দাহিয়া। বুধবার (৪ অগাস্ট) ৫৭ কেজি ফ্রি-স্টাইল বিভাগে কাজাখস্তানের নুরইসলাম সানায়েভের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে নেমেছিলেন। ২০১২ লন্ডন অলিম্পিক্সে সুশীল কুমারের পর দাহিয়া দেশের দ্বিতীয় কুস্তিগীর, যিনি এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেন। তবে এই ম্যাচ চলাকালীন একটি অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়ে ভারতের এই কুস্তিগীরকে। ঐতিহাসিক এই ম্য়াচ চলাকালীন তাঁকে কামড়ে দেন প্রতিপক্ষ সানায়েভ। শেষ কয়েক সেকেন্ড আগেই যখন রবি সানায়েভকে কুপোকাৎ করার চেষ্টা করছিলেন, তখনই ঘটে যায় এই লজ্জাজনক ঘটনা। কাজাখস্তানের কুস্তিগীর তাঁর হাতে কামড় বসিয়ে দেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো। এবার আসা যাক ম্যাচের কথায়। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কাজাখস্তানের নুরইসলাম সানায়েভ। চাপের মুখে উত্তেজক ব্যবহার করে ফেলায় হলুদ কার্ডও দেখেন তিনি। ৯-২ পয়েন্টে এগিয়ে থাকার পর দুরন্ত কামব্যাক রবি কুমারের। পর পর পয়েন্ট জিতে বিপাকে ফেলে দেন প্রতিদ্বন্দ্বীকে। কিন্তু পয়েন্টে এগিয়ে থাকা কাজাখস্থানের প্রতিযোগী শেষ পর্যন্ত Fault করায় ফাইনালের সুযোগ আসে রবি কুমারের কাছেই। এই অভূতপূর্ব জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা দাহিয়া পরিবার। ঘরের ছেলে অলিম্পিক থেকে সোনার পদকই আনবে এই বিশ্বাসে বুক বাঁধছে রবি কুমারের পরিবারের সঙ্গে সঙ্গে গোটা দেশ। আজ (৫ অগাস্ট) রাশিয়ার জাউর উগুয়েভের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামবেন রবি কুমার দাহিয়া। তাঁর সোনা জয়ের দিকেই আপাতত তাকিয়ে রয়েছে গোটা দেশ। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রার পর আর কোনও ভারতীয় ব্যক্তিগত বিভাগে অলিম্পিকের আসরে সোনা জয় করতে পারেননি।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3jmwZxa
Previous article
Next article
Leave Comments
Post a Comment