BJPকে হারাতে ত্রিপুরায় তৃণমূলের হাত ধরবে CPiM ‌! জল্পনা মানিক সরকারের মন্তব্যে https://ift.tt/3A86l1V - MAS News bengali

BJPকে হারাতে ত্রিপুরায় তৃণমূলের হাত ধরবে CPiM ‌! জল্পনা মানিক সরকারের মন্তব্যে https://ift.tt/3A86l1V

এই সময় ডিজিটাল ডেস্ক: কেরালার নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস এবং সিপিএম। তবে, বাংলায় তৃণমূল কংগ্রেস এবং BJPর বিরুদ্ধে জোট বেঁধেছিল দু’পক্ষই। এবার কি ত্রিপুরার বিধানসভা নির্বাচনে BJPকে হারাতে তৃণমূলের সঙ্গে জোট বাঁধবে সিপিএম? এই প্রশ্ন উঠেছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিপিএমের পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের একটি মন্তব্য ঘিরে। তৃণমূলের সঙ্গে তাঁরা সেখানে জোট করবেন কি না তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি মানিক সরকার। ত্রিপুরায় নির্বাচন ২০২৩ সালে। বুধবার, বলেন, ‘২০২৩ সালে পরিস্থিতির ওপর নির্ভর করে রাজ্যে পার্টি নেতৃত্ব সিদ্ধান্ত নেবে ।এখনই এই বিষয়ে কিছু বলার সময় আসেনি।’ এখন থেকেই ত্রিপুরার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল। সোমবার, আগরতলা গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। BJPকে আক্রমণ তিনি সেদিন বলেন, ‘তৃণমূল ত্রিপুরায় পা রেখেছে। ত্রিপুরাই এখন আমাদের পাখির চোখ। আগামী দেড় বছরে এখানে গণতন্ত্র ও উন্নয়নের সরকার গড়ব।’ এই সঙ্গেই অভিষেক সেখানে গিয়ে বামফ্রন্ট সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, ‘বিপ্লব দেবের এই BJPর সরকারের তুলনায় বামেরা অনেক ভালো ছিল। তাদের সময় ত্রিপুরায় গনতন্ত্র ছিল।’ রাজনৈতিক মহলের মতে, এই কথা বলে সেখানে সিপিমের সঙ্গে জোটের পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। আর এই দিন, তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা জিইয়ে রাখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। মানিক সরকার বলেন, ‘আগামী দিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবতে হবে। ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির উপর ভাবনাচিন্তা করে সিদ্ধান্ত নেবে দল।’‌ উল্লেখ্য, দিন কয়েক আগেই রাজ্যের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর বলেন, 'BJP ছাড়া অন্য যে কোনও দলের সঙ্গে আমরা কাজ করতে প্রস্তুত৷ BJPকে হারাতেই হবে। জাতীয় রাজনীতিতে BJPকে ঠেকাতে বামেরা তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পিছপা হবে না, তাও জানিয়েছেন বিমান বসু।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3iqfJYQ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads