Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fycBrP
বয়স মাত্র ১২! অলিম্পিকে রুপো জিতে চমকে দিলেন খুদে https://ift.tt/3lvmhak
এই সময় ডিজিটাল ডেস্ক : কোকোনা হিরাকি। বয়স, মাত্র ১২ বছর! আর এই বয়সেই তিনি ইতিহাস সৃষ্টি করে ফেললেন। বিশ্বের সবথেকে ক্ষুদে প্রতিযোগী হিসেবে অলিম্পিকের আসরে স্কেট বোর্ডিংয়ে জয় করলেন পদক। অন্যদিকে গ্রেট ব্রিটেনের স্কাই ব্রাউনও কামাল করেছেন। ১৩ বছর বয়সি এই তারকা জয় করেছেন ব্রোঞ্জ। ব্রিটেনের সবথেকে কমবয়সি অ্যাথলিট হিসেবে তিনি পদক জয় করেছেন। টোকিয়ো অলিম্পিকে নতুন সংযোজন স্কেট বোর্ডিং। আরিয়াক আরবান স্পোর্টস পার্কে আয়োজিত এই ইভেন্টে এই খুদে তারকারা কার্যত সবাইকে চমকে দিয়েছেন। তবে এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন জাপানের সাকুরা ইয়োজুমি। ১৯ বছর বয়সি এই স্কেট বোর্ডার সোনা জয় করেছেন। তিনি অনায়াসে ৬০.০৯ পয়েন্ট নিজের ঝুলিতে পুরে নেন। অন্যদিকে হিরাকি ৫৯.০৪ পয়েন্ট স্কোর করেছেন। তবে ম্যাচ শেষ হওয়ার পর প্রত্যেক প্রতিযোগী একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁরা প্রত্যেকেই অপরের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। প্রসঙ্গত ১৯৩৬ সালে ফরাসি রোয়ার ভ্যানডারনত্তের পর হিরাকি বিশ্বের সবথেকে খুদে অ্যাথলিট যিনি অলিম্পিকে পদক জয় করলেন। বর্তমান বিশ্ব ক্রমতালিকায় তিনি ষষ্ঠস্থানে রয়েছেন। চলতি বছরের শুরুতেই তিনি জাপানের জাতীয় খেতাব অর্জন করেন। অন্যদিকে ম্যাচের শেষে ইয়োজুমি বললেন, 'জাপান দলের অসাধারণ পারফরম্যান্সের পর আমি আশা করব দেশে এই খেলা আরও জনপ্রিয় হয়ে উঠবে। আপাতত আমি বাড়ি ফিরে ভালো ভালো খাবার খেতে চাই।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fycBrP
Previous article
Next article
Leave Comments
Post a Comment