সোয়েটার বুনে রাতারাতি ভাইরাল অলিম্পিকের সোনাজয়ী অ্যাথলিট https://ift.tt/3C96uns - MAS News bengali

সোয়েটার বুনে রাতারাতি ভাইরাল অলিম্পিকের সোনাজয়ী অ্যাথলিট https://ift.tt/3C96uns

এই সময় ডিজিটাল ডেস্ক : চলছিল মহিলাদের ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং ফাইনালের আসর। হঠাৎ টেলিভিশন ক্যামেরা আটকে যায় একটি বিশেষ ঘটনায়। বসে রয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন টম ডেলি, তবে খালি হাতে নয়। এক মনে বুনে চলেছেন সোয়েটার। গত রবিবার টোকিয়ো অ্যাকোয়াটিক্স সেন্টারে এই ঘটনা গোটা বিশ্বজুড়ে রীতিমতো সাড়া ফেলে দেয়। বাংলায় একটা প্রবাদ আছে। যে রাঁধে, সে চুলও বাঁধে। ডেলি সম্প্রতি অলিম্পিকের আসরে পুরুষদের ১০ মিটার ডাইভিং আসরে সোনা জয় করেছেন। কিন্তু, তিনি যে এত ভালো সোয়েটারও বুনতে পারেন, তা দেখে কার্যত হাঁ হয়ে গেছে গোটা নেট পাড়া। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এমনকী অলিম্পিকের নিজস্ব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও টুইট করে এই ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, 'আবার এটাও? একজন অলিম্পিক চ্যাম্পিয়ন স্ট্যান্ডে বসে ডাইভিং দেখার ফাঁকেই সোয়েটার বুনে চলেছেন।' ইতিপূর্বে অলিম্পিকে সোনার পদক জয় করার পর ডেলি নিজে ইনস্টাগ্রামে একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তিনি পদকটি দেখানোর পাশাপাশি সেটা যত্ন সহকারে তুলে রাখার জন্য একটা পশমের ব্যাগও দেখান। সেটা তিনি নিজের হাতে বুনেছেন। এই ভিডিয়ো দেখার পরই বিশ্বজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করে। আপনারাও এক ক্লিকে দেখে নিন সেই ভিডিয়ো : সতীর্থ ম্যাটি লি'র সঙ্গে যৌথভাবে সোনার পদক জয় করার পর তৃতীয় লিঙ্গের যথেষ্ট প্রশংসা করেন ডেলি। অলিম্পিকের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমি যখন কিশোর ছিলাম, আমি সবসময় ওদের কথা ভাবতাম। কারণ ওরা আলাদা এবং নিঃসঙ্গ। আমাদের সমাজে ওরা সেভাবে খাপ খায় না। এই জায়গা থেকেই আমার অন্বেষণ শুরু হয়। সমাজের চোখে আমি সেকারণেই খুব একটা ভালো হতে পারিনি।' সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমি এই তৃতীয় লিঙ্গের মানুষদের একটাই কথা বলতে চাই, তোমরা একা নও। বিশ্বের সবকিছু তোমরা অর্জন করতে পার। তোমাদের জন্য একটা বর্ধিত পরিবার তাকিয়ে রয়েছে। তারা সবসময় তোমাদের পাশে দাঁড়াবে।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অ্যাকাডেমি পুরস্কার জয়ী স্ক্রিনরাইটার এবং পরিচালক ডাস্টিন ল্যান্স ব্লেককে বিয়ে করেছেন ডেলি। তাঁদের এক সন্তানও রয়েছে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/37mZcOJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads