বিশ্বে ভয়াবহ আকার নিতে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট! ছড়িয়েছে ১০০ দেশে https://ift.tt/3yeY8YF - MAS News bengali

বিশ্বে ভয়াবহ আকার নিতে চলেছে ডেল্টা ভ্যারিয়েন্ট! ছড়িয়েছে ১০০ দেশে https://ift.tt/3yeY8YF

এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী দিনে গোটা বিশ্বেই সংক্রমণ ছড়াতে পারে করোনাভাইরাসের Delta Variant। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতে প্রথম পাওয়া যায় Delta Variant। Sars-Cov-2 এর একাধিক মিউটেশনের ফলে এই সংক্রমণের ক্ষমতা অনেক বেশি। যা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। WHO-এর একটি রিপোর্ট রিপোর্ট প্রকাশ করেছে সেখানে দেখা গিয়েছে এই মুহুর্তে বিশ্বের ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। পাশাপাশি সতর্কবার্তা দিয়েছে WHO। তাদের মতে, এই ভাইরাসটি আগামী দিনে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া Variant হয়ে উঠবে। করোনাভাইরাসের থেকে এই মিউটেন্ট প্রজাতিটি ২ থেকে ৩ গুণ বেশি সংক্রমক। জুনের করোনা রিপোর্টে WHO জানিয়েছে, খাতাকলমে এখনও পর্যন্ত বিশ্বে ৯৬ দেশে Delta-র অস্তিত্ব পাওয়া গেলেও প্রকৃত সংখ্যাটা কিন্তু ১০০-র উপরে। এই ভাইরাসের প্রজাতি চিহ্নিতকরণের জন্য যে সব পরিকাঠামোর প্রয়োজন, তা বহু দেশেই নেই। যার জন্য আসল সংখ্যাটা এখনই সামনে আসেনি। এ ছাড়া ভারত, ব্রিটেন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ফের Delta Variant-এর সংক্রমণ বেড়েছে। GISAID statistics থেকে খবর পাওয়া গিয়েছে ভারতে ২২৪টি জিনোম সিকোয়েন্সের মধ্যে ৬৭ শতাংশ ক্ষেত্রে Delta Variant পাওয়া গিয়েছে। সম্প্রতি বেশ কিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে Covid আক্রান্তরা হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে খবর পাওয়া গিয়েছে। Delta Variant-এর জন্যই যে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সংক্রমণ এড়াতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া-এ সব কাজগুলি করতে হবে। এ ছাড়া WHO আরও জানিয়েছে, Delta Variant এড়ানোর জন্য দ্রুত শেষ করতে হবে। যে সব দেশে টিকাকরণের হার কম, সেখানে দ্রুত ছ়ড়াচ্ছে এই Delta Variant-এর করোনাভাইরাস। তাই এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়া যাবে না একেবারেই। যত শীঘ্র সম্ভব টিকাকরণ শেষ করে ফেলতে হবে। টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসাস বলেন, 'এই মুহূর্তে ডেল্টার রূপটি বিশ্বজুড়ে খুব উদ্বেগজনক, এবং WHO এটি নিয়ে খুব চিন্তিত। এখনও পর্যন্ত করোনার যে সমস্ত রূপগুলি ধরা পড়েছে তার মধ্যে সবচেয়ে সংক্রামক'। শেষ তথ্য অনুসারে, আলফা ভ্যারিয়েন্ট ১৭২ টি দেশে, বিটা ভ্যারিয়েন্ট ১২০, আর গামা ৭২ এবং Delta Variant ৯৬ টি দেশে পাওয়া গিয়েছে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ykrepL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads