শোলের বীরু! প্রেমিকার বিয়েতে না, মোবাইল টাওয়ারে চড়ে হুমকি যুবকের https://ift.tt/2V10jko - MAS News bengali

শোলের বীরু! প্রেমিকার বিয়েতে না, মোবাইল টাওয়ারে চড়ে হুমকি যুবকের https://ift.tt/2V10jko

এই সময় ডিজিটাল ডেস্ক: ঠিক যেন শোলে সিনেমার বীরু! তবে জল ট্যাঙ্ক নয়, প্রেমিকা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিতেই মোবাইল টাওয়ারে চড়ে বসলেন প্রেমিক। শোলে ছবিতে বাসন্তী অর্থাৎ হেমা মালিনীকে বিয়ে করার জন্য জলের ট্যাঙ্কে চড়ে বসেছিলেন বীরু। ধর্মেন্দ্রর সেই 'সুইসাইড...' ডায়ালগ আরও বহু তরুণ হৃদয়ে ঝড় তোলে। এবার এই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়েই মোবাইল টাওয়ারে চড়ে বসল বছর ২৫ -এর ! ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। পূর্ব বর্ধমানের নাদনঘাটের বাসিন্দা খোকন পেশায় বাস ড্রাইভার। সম্প্রতি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তা ফিরিয়ে দেন। এরপর থেকেই মনমরা হয়ে থাকতেন এই যুবক। তাঁর বন্ধুদের দাবি, বারে বারে খোকন জানাতেন, প্রেমিকাকে পেতে গেলে 'কিছু একটা করে দেখাতে হবে।' তা বলে যে খোকন মোবাইল টাওয়ারে চড়ে বসবেন, স্বপ্নেও ভাবতে পারেনি বন্ধুরা। সূত্রের খবর, প্রেমে ব্যর্থ হয়েই মোবাইলের টাওয়ারের ডগায় চড়ে বসেন এই যুবক। এদিকে খোকনকে দেখে ভয়ে বুক দুরুদুরু করতে শুরু করে বন্ধুদের। বারবার অনুরোধ করা হলেও টাওয়ার থেকে না নামার ব্যাপারে গোঁ ধরে বসেন এই যুবক। হাতে মদের বোতল নিয়ে তাঁর তখন একটাই বক্তব্য, 'হয় প্রেমিকাকে চাই, না হলে আত্মহত্যা করব।' এরপরে ঘটনাটির গুরুত্ব বুঝে আর কোনও ঝুঁকি নিতে চাননি এলাকাবাসী। খবর দেন পুলিশে। থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 'প্রেমিক' খোকনকে টাওয়ার থেকে নামানোর চেষ্টা করলেও কোনও কথাই যেন তাঁর কানে যাচ্ছিল না। শেষমেশ টাওয়ারের চারপাশে জাল বিছিয়ে দেয় পুলিশ। হ্যান্ড মাইক দিয়ে খোকনকে নামতে অনুরোধ করা হয়। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। শেষমেশ 'প্রেমে অটল সিদ্ধান্ত নেওয়া' খোকনের প্রাণ বাঁচাতে টাওয়ারে চড়ে তাঁর কয়েকজন বন্ধু এবং তাঁরাই তাঁকে নামিয়ে আনে। এদিকে টাওয়ার থেকে নামতেই তাকে উত্তম মধ্যম দেন মা। ক্ষুব্ধ খোকনের মা ছেলেকে বলেন, 'অনেক সিনেমা দেখেছিস, এবার বাড়ি চল'। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে মা এলেও আসেনি প্রেমিকা। অর্থাৎ টাওয়ারে চড়লেও শোলের সেই দৃশ্যর থেকে খোকনের জীবনের দৃশ্যের ক্লাইম্যাক্স হল 'একটু আলাদা'।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hb4C5l
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads