সোনারপুর থেকে গ্রেফতার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী https://ift.tt/3jBEJNp - MAS News bengali

সোনারপুর থেকে গ্রেফতার দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী https://ift.tt/3jBEJNp

এই সময় ডিজিটাল ডেস্ক: ভুয়ো টিকাকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্যকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাকে সোনারপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দেবাঞ্জনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল অরবিন্দ। সে প্রথম থেকেই সবটা বুঝতে পেরেছিল। তবু নানাভাবে ভুয়ো IAS কে সাহায্য করে সে। সূত্রের খবর, প্রাক্তণ BSF কর্মী অরবিন্দ। অবসর নেওয়ার পরে সে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করে। রাজ্য সরকারের নিয়োগপত্র জাল করেই নাকি তাকে কাজে বহাল করেছিল দেবাঞ্জন। প্রায় ৪১ হাজার টাকা বেতনে কাজে যোগ দেয় অরবিন্দ। প্রথমে না বুঝলেও, দীর্ঘদিন দেবাঞ্জনের সঙ্গে থেকে সে বুঝতে পেরেছিল ওই ব্যক্তি ভুয়ো IAS। অভিযোগ, তবুও তাকে মদত দেয় সে। এমনকি সোনারপুরের ক্যাম্প গড়তেও সাহায্য করে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। ব্যক্তির কথায় অসংগতি লক্ষ্য করেছিল পুলিশ। তখনই সন্দেহ বাঁধতে শুরু করে বলে খবর। শুক্রবারই আদালতে তোলা হবে ধৃতকে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে রাজ্যপালের Jagdeep Dhankhar-র সঙ্গে এই অরবিন্দ বৈদ্যের ছবি দেখিয়েই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন সাংসদ সুখেন্দু শেখর রায়। তাঁর প্রশ্ন ছিল, দেবাঞ্জন দেবের সঙ্গে কি রাজ্যপালের যোগ রয়েছে? রাজনীতিকের দাবি ছিল, কসবা ভুয়ো টিকাকাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের নিরাপত্তারক্ষীর সঙ্গে একটি ছবিতে দেখা যাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনখড়কে। সুখেন্দু শেখর রায় অভিযোগ করেন, 'এই নিরাপত্তা রক্ষীর মাধ্যমে অনেকের কাছে খাম যেত। যদি দেখা যায় এই নিরাপত্তারক্ষীর সঙ্গে ধনখড়ের কোনও সম্পর্ক রয়েছে তাহলে তা ভয়ানক।' তিনি আরও বলেন, ' প্রতারকের নিরাপত্তা রক্ষী রাজ্যপালের বৃত্তে গেল কী করে, এই নিয়ে প্রশ্ন উঠছে। তদন্তকারী সংস্থাকে এই বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানাচ্ছি'। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে বিরাটি থেকে ভুয়ো টিকাকাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের আরও এক সহযোগীকে গ্রেফতার করেছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। ধৃতের নাম অশোক কুমার রায়। অভিযোগ, সে নিজের অফিস ভাড়া দিয়েছিল দেবাঞ্জনকে। নিজের বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন মিলিয়ে মোট ৫০ জনকে জাল টিকাকেন্দ্র থেকে টিকা নিতেও বলেছিল সে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3haSAIW
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads