সুখবর! ওপার বাংলায় ৪ টাকা দাম কমছে ভোজ্য তেলের https://ift.tt/3xbMdL3 - MAS News bengali

সুখবর! ওপার বাংলায় ৪ টাকা দাম কমছে ভোজ্য তেলের https://ift.tt/3xbMdL3

এই সময় ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্তের জন্য সুখবর। দাম কমছে ভোজ্য তেলের। বিগত একমাসে বাংলাদেশে কয়েক দফায় বেড়েছে সয়াবিন তেলের দাম। এবার স্বস্তি ফিরিয়ে এই তেলের দাম লিটারে ৪ টাকা কমছে। এবার থেকে ওপার বাংলায় এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হতে চলেছে ১৪৯ টাকা এবং এই পরিমাণ তেল খোলা কিনলে দাম হবে ১২৫ টাকা। বৃহস্পতিবার থেকে এই নতুন দাম কার্যকরি হতে চলেছে বাংলাদেশে। ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তরফে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনের সচিব মো. নূরুল ইসলাম মোল্লা তেলের দাম কমার মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেন বুধবার। প্রসঙ্গত, গচ ২৭ মে সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ানো হয়েছিল। ফলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছিল ১৫৩ টাকা। এদিকে এক লিটার সয়াবিন তেলের মূল্য ৪ টাকা হ্রাস পাবে এই ঘোষণা করা হলেও ৫ লিটারের সয়াবিন তেলের দাম কমছে ১৬ টাকা। অন্যদিকে, প্রতি লিটার খোলা পাম অয়েলের দামও কমছে। ১১২ টাকা লিটারের পরিবর্তে এই তেল পাওয়া যাবে ১০৮ টাকায়। করোনা পরিস্থিতির জেরে ওপার বাংলায় চলছে লকডাউন। এই অবস্থায় কমায় স্বস্তি পাবেন সাধারণ মানুষ, মনে করা হচ্ছে এমনটাই। ভোজ্য তেলের দাম কমা প্রসঙ্গে পরিশোধন ও বিপণনকারীদের সংগঠনের তরফে জানানো হয়, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, এবার বাংলাতেও কমেছিল ভোজ্য তেলের দাম। Federation of All India Edible Oil Traders-এর সভাপতি শঙ্কর ঠাক্কর জানিয়েছিলেন, আমেরিকা, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল ভারতে আমদানি করা হয়। ঈদের কারণে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় তেলের প্রোডাকশন কম হওয়ায় যোগান কম ছিল। এছাড়া আগে আমেরিকায় যেখানে বায়ো-ফুয়েলে ১৩ শতাংশ রিফায়েন্ড অয়েল মেলানো যেত, সেখানে সাম্প্রতিক সময়ে এই পরিমাণ ৪৬ শতাংশ করে দেওয়া হয়েছিল। আরও কিছু দেশে তেল উৎপাদনের শস্যগুলি আবহাওয়ার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। যে কারণে ভারতে চড়চড় করে চড়েছিল তেলের দাম (oil price)। তবে তেলে কত শতাংশ রিফায়েন্ড অয়েল মেলানো যাবে তা নিয়ে আমেরিকায় একটি বৈঠক হয়। অন্যদিকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও প্রচুর উৎপাদিত হচ্ছে। ফলে তেলের দাম কমতে পারে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3qEmyrY
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads