Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3w8wafX
ইউরোর কোয়ার্টারে টাইব্রেকারে জয় স্পেনের, লড়েও পরাস্ত সুইজারল্যান্ড https://ift.tt/3AqKi7p
এই সময় ডিজিটাল ডেস্ক : সুইজারল্যান্ড আজ হেরে গেলেও তাঁদের লড়াই ফুটবল ইতিহাস কিন্তু বহুকাল মনে রাখবে। স্পেনের বিরুদ্ধে ১০ জনের দল নিয়েও টাইব্রেকার পর্যন্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচ টেনে নিয়ে যায় সুইস ব্রিগেড। কিন্তু শেষ রক্ষা হল না। অবশেষে পেনাল্টি শুটআউটে জয়লাভ করল স্প্যানিশ ব্রিগেড। আর সেইসঙ্গে সুইজারল্যান্ডের বিদায়ঘণ্টাও বেজে গেল। ম্যাচের ফলাফল স্পেন - ১ (৩) এবং সুইজারল্যান্ড - ১ (১)। জাকারিয়ার আত্মঘাতী গোলে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় স্পেন। তবে শুরু থেকেই স্প্যানিশ ব্রিগেডের ভাগ্যটা কিন্তু ভালো ছিল। চলতি ইউরো কাপের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম কর্নার কিক পেয়েছিল স্পেন। কোকের কর্নার কিক থেকে অসাধারণ একটা ভলি মেরেছিলেন জর্ডি অ্যালবা। সেই শটটা জাকারিয়ার পায়ে ভুলবশত লেগে সোজা নিজেদের গোলেই ঢুকে যায়। এরপর জাকারিয়াকে রীতিমতো হতাশ দেখাতে শুরু করে। যদিও তাঁকে সতীর্থ ফুটবলাররা এগিয়ে এসে তাঁকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন। আজ ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে স্পেন যে এগিয়ে ছিল, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। তবে সুইজারল্যান্ডের রক্ষণ তাঁদের খুব একটা বেশি সুযোগও দেয়নি। লুই এনরিকের মধ্যে গোল করার একটা খিদে দেখতে পাওয়া যাচ্ছিল। তবে কাউন্টার অ্যাটাকে মাঝেমধ্যেই বিধ্বংসী হয়ে উঠছিলেন সুইস ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে এই ম্যাচ যে আরও জমে যাবে, তেমনটাই আশা করা হচ্ছিল। আর হলও তাই। ৬৮ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে সমতা ফিরিয়ে আনলেন শাকিরি। তবে এই গোলের ক্ষেত্রে স্পেনের রক্ষণভাগের ফুটবলারদের যে গাফিলতি রয়েছে, তেমনটা চোখ বন্ধ করে যেতেই পারে। লাপোর্তে এবং পাও তোরেসের ভুল বোঝাবুঝির কারণে বল চলে যায় ফ্রিউলারের কাছে। ঠিক সেইসময় বক্সের মাঝখানে একেবারে ফাঁকা দাঁড়িয়ে ছিলেন শাকিরি। ফ্রিউলার তাঁকে ক্রস বাড়াতেই তিনি আর কোনও ভুল করেননি। তবে ম্যাচের ৭৭ মিনিটে দশজনের ব্রিগেডে নেমে যায় সুইজারল্যান্ড। বল দখলের লড়াইয়ে মোরেনোকে ট্যাকল করতে গিয়ে ফ্রিউলারের পা বিপদজনকভাবে উপরে উঠে যায়। কাছেই দাঁড়িয়ে ছিলেন রেফারি মাইকেল অলিভার। তিনি সোজা পকেট থেকে লাল কার্ড বের করে দেখিয়ে দেন। VAR-এর সিদ্ধান্তে অবশ্য কোনও পরিবর্তন হয়নি। তবে ৯০ মিনিটের শেষে গোল সংখ্যাতেও অবশ্য কোনও বদল হয়নি। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময় সুইজারল্যান্ডের কাছে অনেকটা কঠিন হয়ে যায়। কারণ ১০ জনে তাদের খেলা চালিয়ে যেতে হয়। আধঘণ্টা সময়টা কিন্তু কম সময় নয়। অন্যদিকে স্পেন একের পর এক আক্রমণ তুলে আনে। তবে সুইজারল্যান্ডের লড়াইকে কুর্নিশ করতেই হবে। পেটকোভিচের দল আজ যে ফুটবলটা উপহার দিল, তারপর একটাই কথা বলতে হয় যে বিশ্ব ফুটবলে ছোট-বড় দলের ভেদাভেদ বোধহয় এবার মুছে ফেলার সময় এসেছে। একটা সময় তো দেখে মনে হচ্ছিল যে ম্যাচটা স্পেন বনান সুইজারল্যান্ডের গোলরক্ষক সোমেরের বিরুদ্ধে খেলা হচ্ছে। দলের শেষ প্রহরী হয়ে তিনি আজ কমপক্ষে আট থেকে ন'টি দুরন্ত সেভ করলেন। বাকি সুইজারল্যান্ডের রক্ষণও যথেষ্ট শক্তিশালী। তারা ১০ জনের দল হয়েও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই ছাড়েননি। অবশেষে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। আসুন দেখে নেওয়া যাক ফলাফল : স্পেন : বুসকেটস - গোল মিস (০-০) ওলমো - গোল (১-১) রডরিগো হার্নানডেজ - গোল মিস (১-১) মোরেনো - গোল (২-১) ওয়ারজামাল - গোল (৩-১) সুইজারল্যান্ড : গাভরানোভিচ - গোল (১-০) ফ্যাবিয়ান - গোল মিস (১-১) আকাঞ্জি - গোল মিস (১-১) ভারগাস - গোল মিস (১-২)
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3w8wafX
Previous article
Next article
Leave Comments
Post a Comment