Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ycUdvu
Android স্মার্টফোনের Battery ব্যাকআপ বাড়ানোর সহজ 5 টোটকা, কাজে আসবেই... https://ift.tt/3jA9Jxn
এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম Android। সময়ের সঙ্গে সঙ্গেই প্রত্যেক স্মার্টফোনের ব্যাক আপ কমতে থাকে। দিন দিন যত দ্রুতগতির প্রসেসর ও হাই রিফ্রেশ রেট ডিসপ্লে আসছে, ততই স্মার্টফোনে ব্যাটারির চাহিদা বাড়ছে। স্মার্টফোনে ফাস্ট চার্জিং প্রযুক্তি এলেও, ব্যাটারি প্রযুক্তিতে কোনও যুগান্তকারী পরিবর্তন আসেনি। এখনও প্রায় সব স্মার্টফোনেই থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। আর সেই কারণে, এখনও স্মার্টফোন ব্যাটারি নিয়ে নিয়মিত অভিযোগ করেন অনেকেই। যদিও, কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করে স্মার্টফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়ানো সম্ভব। সম্প্রতি Samsung Galaxy M51-এর মতো ফোনে 7,000mAh ব্যাটারি ব্যবহৃত হলেও, বেশিরভাগ ফোনেই 4,000-5,000mAh এর মধ্যে ব্যাটারি থাকে। কিন্তু, প্রত্যেক বার চার্জ করার পরে একটু একটু করে কমতে থাকে ব্যাটারির আয়ু। কিন্তু, আপনার ফোন পুরনো হলেও কী ভাবে ব্যাটারি ব্যাক আপ আগের থেকে ভালো করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে দেখে নিন সেরা 5 উপায় - স্ক্রিন ব্রাইটনেস নিয়ন্ত্রণ করুন - ফোনের ব্যাটারি শেষ হওয়ার অন্যতম প্রধান কারণ ডিসপ্লে। ডিসপ্লের ব্যাকলাইট সবথেকে বেশি ব্যাটারি নষ্ট করে। তাই, ফোনের ডিসপ্লে ব্রাইটনেস অটোমেটিক মোডে না রেখে, ম্যানুয়ালি কন্ট্রোল করুন। সব সময় প্রয়োজনের তুলনায় একটু কম ব্রাইটনেস রাখলে অনেকটাই ব্যাটারি বাঁচাতে পারবেন। ব্যাটারি অপ্টিমাইজেশন - ফোনের ব্যাটারি অপ্টিমাইজেশন এনাবল করে দিন। এই ফিচারে কোনও অ্যাপ কত ব্যাটারি ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণ করা যাবে। কোন কোন অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলবে, তা-ও ঠিক করে দেওয়া সম্ভব এই ফিচারের সাহায্যে। Android ফোনের Settings এর মধ্যে পেয়ে যাবেন Battery Optimization ফিচার। সেখানে গিয়ে এই অপশন এনাবল করে দিন। স্ক্রিন টাইম আউটের সময় কমিয়ে দিন - প্রায় সব ফোনেই 1-2 মিনিট স্ক্রিন টাইম আউট টাইম থাকে। অর্থাৎ 1-2 মিনিট ফোন ব্যবহার করলে ডিসপ্লে নিজে থেকেই বন্ধ হয়ে ফোন লক হয়ে যাবে। টাইম আউট সেটিংস কমিয়ে 30 সেকেন্ড করুন। এর ফলে অনেকটা ব্যাটারি সেভ করতে পারবেন। আরও পড়ুন: অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট ডিলিট করুন - স্মার্টফোনে একাধিক Google অ্যাকাউন্ট থেকে লগ ইন করলে, প্রত্যেক অ্যাকাউন্ট সিঙ্ক করার জন্য নষ্ট হয় ব্যাটারি। তাই কোনও অ্যাকাউন্ট ব্যবহার না করলে, তা ডিভাইস থেকে ডিলিট করুন। ফলে, একদিকে যেমন ব্যাটারি বাঁচবে, অন্যদিকে সেভ হবে ডেটাও। চাইলে অটো সিঙ্ক অপশনও বন্ধ করে রাখতে পারেন। আরও পড়ুন: ব্যাটারি সেভার অ্যাপ ব্যবহার বন্ধ করুন - Play Store-এ বিভিন্ন ব্যাটারি সেভার অ্যাপ পাওয়া যায়। এই ধরনের অ্যাপ ফোনে ডাউনলোড করবেন না। ব্যাটারি সেভার অ্যাপ আসলে, আপনার ফোনের অতিরিক্ত ব্যাটারি নষ্ট করে। এছাড়াও 'Task Killer', 'RAM Killer' জাতীয় অ্যাপ ব্যবহার বন্ধ করুন।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ycUdvu
Previous article
Next article
Leave Comments
Post a Comment