Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2SJXMdc
Salman Khan-কে শেষ করে দেওয়ার হুমকি দিলেন KRK! https://ift.tt/3fHUv77

এই সময় ডিজিটাল ডেস্ক: Radhe: Your Most Wanted Bhai-এর সমালোচনার জেরে ভাইজানের রাগ গিয়ে পড়েছিল স্বঘোষিত ফিল্ম সমালোচক Kamaal R Khan-এর ওপর। মানহানির মামলা দায়ের করেছিলেন Salaman Khan। শুরুতে এই মামলাকে হালকা মেজাজে নিলেও ভিতরে ভিতরে নিজেকে শানিয়ে নিচ্ছিলেন KRK। সম্প্রতি ট্যুইটারে ফের একবার সলমান খানকে নিশানা করলেন কামাল আর খান। একের পর এক ট্যুইটে সলমান খানের বিরুদ্ধে উগরে দিলেন তাঁর রাগ। অসংখ্য ট্যুইটের মধ্যে একটিতে তিনি লেখেন, ‘বলিউডের গুন্ডা ভাই শুনুন... লড়াই করার সাহস থাকে তো সামনে এসে লড়াই করো। এই চিরকুট সিংগার, স্ট্রাগলিং অভিনেত্রীকে সামনে রেখে তাঁদের পিছনে লুকিয়ে থেকো না। আমি প্রতিজ্ঞা করছি, তোমার সিনেমার কেরিয়ার আমি শেষ করে দেব। তোমাকে টিভিতে কাজ করেই খেতে হবে। তোমার অন্তিম সময় এসে গিয়েছে।’ ট্যুইটে সরাসরা সলমানের নাম না নিলেও, তাঁর আগামী ছবি Antim-এর উল্লেখ করেই KRK স্পষ্ট করে দিয়েছেন তাঁর নিশানা ভাইজানই। আরও একটি ট্যুইটে কামাল আর খানের মন্তব্য, ‘শুনেছি এই লোকটা অনেকের জীবিকা নষ্ট করে দিয়েছে। কিন্তু ওকে টক্কর দিতে আমি এসে গেছি। আমি প্রতিজ্ঞা করছি, ওর ফিল্ম কেরিয়ার শেষ করে দেব। ওকে রাস্তায় এনে দাঁড় করাব।’ Salman Khan-এর বহু চর্চিত ছবি Radhe: Your Most Wanted Bhai ভারতে মাত্র তিনটি সিনেমা হলে মুক্তি পেয়েছে। দেশের বেশির ভাগ অংশে লকডাউন চলার ফলে বন্ধ সিনেমাহলগুলিও। ফলে ওটিটি প্ল্যাটফর্মেও পে পার ভিউ শর্তে মুক্তি পেয়েছিল এই ছবি। প্রথম সপ্তাহের যে বক্স অফিস হিসেব সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে মোট ৫৯,৯২০ টাকা আয় হয়েছে। ১৩ মে মুক্তি পায় এই ছবি। একমাত্র ত্রিপুরার তিনটি সিনেমা হলে মুক্তি পেয়েছে এই ছবিটি। আরও পড়ুন : আগরতলার দুটি এবং ধর্মনগরের একটি হলে মুক্তি পেয়েছে রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই। তিনটি থিয়েটারে প্রতিদিন মোট ১১টি শো চলেছে এই ছবির। এখানে আরও একটা কথা বলে রাখা ভালো, ত্রিপুরায় করোনার কারণে রাতে কারফিউ জারি থাকার কারণে, সব শো দুপুর তিনটের মধ্যে শেষ করার বাধ্যতাও ছিল। এই সময় ডিজিটালের বিনোদন সংক্রান্ত সব আপডেট এখন টেলিগ্রামে। সাবস্ক্রাইব করতে
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2SJXMdc
Previous article
Next article
Leave Comments
Post a Comment