Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vYlhOr
রাজভবনে স্বজনপোষণ! মহুয়ার অভিযোগে পালটা জবাব ধনখড়ের https://ift.tt/3x0L1cV

এই সময় ডিজিটাল ডেস্ক: তৃণমূল সাংসদ () বনাম জগদীপ ধনখড়ের () টুইট-যুদ্ধ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছেন মহুয়া। তৃণমূল সাংসদের সেই বিস্ফোরক অভিযোগের পালটা এবার টুইটারে সোচ্চার হলেন রাজ্যপাল। টুইটারে মহুয়া ভুল তথ্য পেশ করেছেন বলে মুখ খুললেন ধনখড়। টুইটারে মহুয়া মৈত্রকে ট্যাগ করে রাজ্যপাল লিখেছেন, যে ছয়জন OSD ( (অফিসার অন স্পেশাল ডিউটি) পদাধিকারীর কথা উল্লেখ করে তৃণমূল সাংসদ দাবি করেছেন, তাঁরা ধনখড়ের আত্মীয়, এটা তথ্যগতভাবে ভুল। এরপরই ধনখড় লিখেছেন, 'OSD-রা তিন রাজ্যের। তাঁরা ভিন্ন জাতের। কেউই আমার পরিবারের ঘনিষ্ঠ নন। তাঁদের মধ্যে চারজন আমার রাজ্য বা জাতেরও নন'। রাজ্যপালের টুইটের পর ফের পালটা টুইট করেছেন মহুয়া। ধনখড়ের উদ্দেশে তৃণমূল সাংসদ লিখেছেন, 'রাজভবনে যাঁদের OSD নিয়োগ করা হয়েছে, তাঁদের অতীত পরিচয় কী সেটা জানাতে অনুরোধ করছি'। কী অভিযোগ করেছিলেন মহুয়া? রাজভবনের গুরুত্বপূর্ণ পদে নিজের আত্মীয়-পরিবারের সদস্যদেরই নিয়োগ করেছেন ধনখড়, এমন চাঞ্চল্যকর অভিযোগ করেন মহুয়া মৈত্র।স্বজনপোষণের অভিযোগের প্রমাণ হিসেবে তিনি রাজভবনের একাধিক কর্মীর নাম, পদমর্যাদা এবং রাজ্যপালের সঙ্গে তাঁদের সম্পর্ক বিস্তারিত উল্লেখ করেন। মহুয়ার পোস্ট করা এই তালিকা অনুযায়ী রাজ্যপালের OSD (অফিসার অন স্পেশাল ডিউটি) পদে রয়েছেন রাজ্যপালের জামাইবাবুর ছেলে। OSD কো-অর্ডিনেশন অখিল চৌধুরী রাজ্যপালের পরিবার ঘনিষ্ট। OSD অ্যাডমিনিস্ট্রেশন পদের দায়িত্বে থাকা রুচি দুবে রাজ্যপালের প্রাক্তন ADC মেজর গৌরাঙ্গ দীক্ষিতের স্ত্রী। OSD প্রোটোকলের দায়িত্বে থাকা প্রশান্ত দীক্ষিত মেজর গৌরাঙ্গর। OSD IT-র দায়িত্বে থাকা কৌস্তভ এস ভালিকার রাজ্যপালের বর্তমান ADC-র জামাইবাবু। অন্যদিকে, রাজভবনে সদ্য নিযুক্ত হওয়া OSD কিষাণ ধনখড় রাজ্যপালের নিকট আত্মীয়। এই তালিকা পেশ করে মহুয়া দাবি করেছেন, নিকট আত্মীয়দেরই রাজভবনে কাজের সুযোগ করে দিচ্ছেন রাজ্যপাল।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3vYlhOr
Previous article
Next article
Leave Comments
Post a Comment