Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ipleYa
ডেল্টা প্রজাতির করোনাভাইরাস মোকাবিলায় এবার ভ্যাকসিনের ৩টি ডোজ! https://ift.tt/3ckcheL

এই সময় ডিজিটাল ডেস্ক: ডেল্টা প্রজাতির () মোকাবিলায় কি ভ্যাকসিনের তিনটি ডোজ প্রয়োজন? ল্যানসেট জার্নালে () প্রকাশি ব্রিটিশ বিজ্ঞানীর একটি গবেষণা জানান দিচ্ছে, ডেল্টা প্রজাতি অর্থাৎ করোনার B.1.617.2 স্ট্রেন মোকাবিলায় প্রবীণ নাগরিকদের ভ্যাকসিনের তিনটি ডোজ () দেওয়া প্রয়োজন। একটি ব্রিটিশ বিজ্ঞানীদের দল জানাচ্ছে, ডেল্টা প্রজাতির ভাইরাস সাধারণত ভ্যাকসিনের কার্যক্ষমতা কমিয়ে দেয়। এমনকী, এই স্ট্রেনের ছড়িয়ে পড়ার ক্ষমতাও অনেকটা বেশি। সে ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের মধ্যে অ্যান্টিবডি দ্রুত তৈরি করতে ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়া জরুরি। যদিও এই বিজ্ঞানীদের টিম কেবলমাত্র ফাইজার ভ্যাকসিনের কার্যক্ষমতা নিয়ে গবেষণা করেছেন। সেখানে দেখা গিয়েছে, টিকা গ্রহণকারীদের শরীরে তৈরি অ্যান্টিবডি মোকাবিলায় ততটাও শক্তিশালী নয়। গবেষণায় আরও জানানো হয়েছে, ভ্যাকসিন না নেওয়ার থেকে নিদেনপক্ষে একটি ডোজ নিলে তা ভাইরাস মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে। কিন্তু, ডেল্টা প্রজাতি মোকাবিলার ক্ষেত্রে ভ্যাকসিনের একটি বা দু'টি ডোজ নিলে যতটা অ্যান্টিবডি তৈরি হবে, তারচেয়ে আরও একটি ডোজ বাড়ালে কার্যক্ষমতা বাড়বে। মূলত বয়স্ক নাগরিকদের জন্যই তিনটি করে ডোজ নেওয়ার উপর জোর দিয়েছেন গবেষকরা। তবে ফাইজার ছাড়া আরও কোনও টিকার উপর গবেষকরা পরীক্ষা চালাননি বলেই খবর। এদিকে, (Covishield) নিলে কোভ্যাক্সিনের (Covaxin) তুলনায় তৈরি হচ্ছে বেশি অ্যান্টিবডি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নতুন গবেষণায় ( Vs )। গবেষকদের দাবি, সার্ভেতে অংশগ্রহণ করেছিলেন একাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে কেউ নিয়েছিলেন কোভিশিল্ড এবং কেউ কোভ্যাক্সিন। তাঁদের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডির ভিত্তিতে এই পরীক্ষা করা হয় বলে খবর। গবেষণাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দুনিয়ার আরও খবরের জন্য প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন লে।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ipleYa
Previous article
Next article
Leave Comments
Post a Comment