নিষ্প্রভ রোনাল্ডো, বেলজিয়ামের কাছে হেরে ইউরোর বাইরে পর্তুগাল https://ift.tt/35Ts4gS - MAS News bengali

নিষ্প্রভ রোনাল্ডো, বেলজিয়ামের কাছে হেরে ইউরোর বাইরে পর্তুগাল https://ift.tt/35Ts4gS

এই সময় ডিজিটাল ডেস্ক : ইউরো ২০২০-র অঘটন! রোমেলু লুকাকু ব্রিগেডের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। ম্যাচের একমাত্র গোলটি করেন থরগান হ্যাজার্ড। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন তাঁর দাদা ইডেন হ্যাজার্ড। ভাইকে আবেগে জড়িয়ে ধরেন। ধরবেনই না বা কেন? ভাই যে দলের হাতে সোনার কাঠি তুলে দিয়েছে। আর সেইসঙ্গে বেলজিয়াম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে চলে গেল। ম্যাচ চলাকালীন পরিবেশ বেশ কয়েকবার উত্তপ্ত হয়ে ওঠে। হলুদ কার্ডও দেখেন পেপে। ম্যাচের শেষে রোনাল্ডোকে যারপরনাই হতাশ হয়ে পড়েন। ম্যাচের প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় রেড ডেভিলস ব্রিগেড। ৪২ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন থরগান হ্যাজার্ড। লুকাকুর থেক বল যায় ডায়াসের কাছে। সেখান থেকে পা ঘুরে ডি ব্রুইন। ডি ব্রুইনের ডান পায়ের ফ্লিক প্রতিহত হয় পর্তুগালের রক্ষণে। কিন্তু, বল সেই বেলজিয়ামের দখলেই থাকে। বাঁদিকে মুনিয়ারের পায়ে আসে বল। সেখান থেকে তিনি বাড়ান হ্যাজার্ডের দিকে। অবশেষে হ্যাজার্ডের ডান পায়ের লম্বা শট বিপক্ষের জালে জড়িয়ে যায়। এই জায়গায় পর্তুগালের গোলরক্ষক লুই প্যাট্রিসিয়োর অবশ্য করার কিছুই ছিল না। প্রথমার্ধের শেষে এক গোলে এগিয়ে থেকে মার্টিনেজের দল যে খুশি হবে, তা নিয়ে সন্দেহ নেই। তবে আজ শুরু থেকেই দুটো দলকে সেফ সাইড ফুটবল খেলতে দেখা যায়। গোটা মাঠ জুড়েই প্রথমার্ধে বল পেন্ডুলামের মতো ঘুরতে থাকে। আজ এস্টাডিও অলিম্পিকো ডি সেভিলা স্টেডিয়ামে ১৪ কিলোমিটার গতিবেগে হাওয়া বইছিল। সেই হাওয়া বেলজিয়ামের প্রতিকূলেই ছিল। তার মধ্যেও লাল দৈত্যবাহিনী কাজের কাজটা করে ঠিক বেরিয়ে আসে। অন্যদিকে পর্তুগাল যে কতটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নির্ভর, সেটা ম্যাচের প্রথমার্ধেই বুঝতে পারা গেছে। রোনাল্ডো কয়েকটা সুযোগ তৈরির চেষ্টা করলেও, বাকিরা সেভাবে কিছু করে উঠতে পারেনি। তার উপরে পর্তুগালের মাঝমাঠেরও গাফিলতি রয়েছে। স্যাঞ্চেজরা ঠিকঠাক করে রোনাল্ডোকে বল বাড়াতে পারছেন না। সেকারণে মাঝেমধ্যেই পর্তুগিজ অধিনায়ককে নিচের দিকে নেমে আসতে হয়। তবে বল দখলের লড়াইয়ে কিছুটা হলেও প্রথমার্ধের শেষে পিছিয়ে থাকে বেলজিয়াম। তাঁদের দখলে ৪৯ শতাংশ বল ছিল। শতাব্দীর অন্যতম সেরা এই ম্যাচের দ্বিতীয়ার্ধে আশা করা হয়েছিল রোনাল্ডোরা হয়ত ফিরে আসতে পারবেন। প্রথমার্ধে গোল পেলেও দ্বিতীয়ার্ধে কিন্তু আত্মতুষ্টিতে ভুগতে দেখা গেল না বেলজিয়ামকে। বরং দুটো দলই আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয়। তবে সেই প্রথমার্ধের মতো পরের ৪৫ মিনিটেও রোনাল্ডোর বল পেতে যথেষ্ট কষ্ট হয়। বরং তিনি ৫৬ মিনিটে একটা গোল করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন দিয়োগো জটাকে। কিন্তু জটার শট গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৬১ মিনিটে আরও একটা সুযোগ পেয়েছিল পর্তুগাল। স্যাঞ্চেজের ডান পায়ের বাঁকানো ক্রস তিনি ভাসিয়ে দিয়েছিলেন। সেই বলেই হেড দেন ফেলিক্স। কিন্তু, হেডে একেবারেই শক্তি ছিল না। বল সরাসরি বেলজিয়ামের গোলরক্ষক কোর্টুয়া কাছে চলে যায়। ৬৯ মিনিটে দিয়েগো জটার পরিবর্তে মাঠে নামেন আন্দ্রে সিলভা। কিন্তু, লাভের লাভ তেমন কিছু হয়নি। ম্যাচের শেষে পর্তুগালের বিদায় ঘণ্টা বেজে গেল। কোয়ার্টার ফাইনালে ইটালির বিরুদ্ধে খেলতে হবে বেলজিয়ামকে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hbU1Wv
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads