Bangla News: বেঙ্গলি খবর
Breaking News In Bengali
Latest News in Bengali
সর্বশেষ সংবাদ | Eisamay
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35WWOO8
কাঁটাতার পেরিয়ে বিয়ে! ফেরার সময় ধরা পড়ল দম্পতি https://ift.tt/3hde3ju
এই সময় ডিজিটাল ডেস্ক: 'সরহাদ পার এক অ্যায়সা সকস হ্যায়, জো আপকে লিয়ে আপনি জান ভি দে দেগা…।' ভির-জারা ছবিতে শাহরুখ-প্রীতির ভালোবাসা দেখে চোখের কোনে জল জমেছিল অনেকেরই। শেষটায় নায়ক-নায়িকার মিল দেখে হাততালি দিয়েছিলেন অনেক দর্শক। আবার অনেকে বলেছিলেন, 'ওসব পর্দাতেই হয়।' বাস্তব জীবনেও যে প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে পৌঁছে যাওয়া যায় অচেনা দেশে তা প্রমাণ করে দিলেন জয়কান্ত-পরিণীতিরা (নাম পরিবর্তিত)। শনিবার সন্ধ্যায় জেলার মধুপুরে সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পড়ে এক যুবক এবং এক যুবতি। তাদের বিরুদ্ধে সীমানা পেরনোর অভিযোগ ওঠে। জানা গিয়েছে, জওয়ানরা সীমান্তের রাস্তায় আচমকাই দু'জনকে দেখতে পায়। তাদের পরিচয় জিজ্ঞাসা করা হলে যুবক জানায় সে ভারতীয়। যুবতিকে তার পরিচয় প্রসঙ্গে প্রশ্ন করা হলে সে কোনও সদুত্তর দিতে পারেনি। সন্দেহভাজন মনে হওয়ায় তাদের গ্রেফতার করে BSF। ধৃতদের নাম জয়কান্ত চন্দ্র রায় এবং পরিণীতি (নাম পরিবর্তিত)। জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয়। জানা যায়, যুবকের বয়স ২৪। যুবতি সদ্য ১৮-এ পা দিয়েছে। জিজ্ঞাসাবাদের মুখে তারা জানায় যে তারা দুজনেই স্বামী-স্ত্রী। ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ধৃত জয়কান্ত জানায়, পরিনীতাকে বিয়ে করার জন্য সে তারকনগরের অপু নামে এক দালালের সাহায্যে চলতি বছরের ৮ মার্চ বাংলাদেশে গিয়েছিল। গত ১০ মার্চ তারা সাত পাকে বাঁধা পড়ে। বিগত ২৫ জুন পর্যন্ত সে বাংলাদেশেই ছিল। অন্যদিকে, পরিণীতিও তার বিবৃতিতে জানিয়েছে, সে বাংলাদেশের বাসিন্দা এবং স্বামীর সঙ্গে ভারতে এসেছে। বেআইনিভাবে সীমান্ত পেরোনোর জন্য বেশ কাঠখড় পোড়াতে হয় তাদের। দম্পতির দাবি, এর জন্য তারা রাজু মন্ডল নামে এক বাংলাদেশি দালালকে ১০ হাজার টাকা দিয়েছে। ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার সঞ্জয় প্রসাদ সিংহ জানিয়েছেন, BSF-র গোয়েন্দা শাখা ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে সত্যিই তারা বিবাহিত।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/35WWOO8
Previous article
Next article
Leave Comments
Post a Comment