পুলিশের জালে নিষিদ্ধপল্লির 'ত্রাস' https://ift.tt/3638a2V - MAS News bengali

পুলিশের জালে নিষিদ্ধপল্লির 'ত্রাস' https://ift.tt/3638a2V

এই সময় ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্য থেকে মেয়েদের নিয়ে আসা হতো নিষিদ্ধপল্লিতে। জোর করে করানো হতো দেহব্যবসা। কেউ সেসব ছেড়ে বাড়ি যেতে চাইলে আটকে রাখা হতো অন্ধকার ঘরে। চলত অত্যাচার। শিলিগুড়ির নিষিদ্ধপল্লির 'ত্রাস' হয়ে উঠেছিল কুখ্যাত অপরাধী উকিল মাহাতো। তাকে এবার গ্রেফতার করল থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ৷ যার জেরে অন্ধকার জগৎ থেকে মুক্তি পেল অনেক যুবতি। জানা গিয়েছে, বহুদিন ধরে উকিল মাহাতো ভয়ের কারণ হয়ে উঠেছিল নিষিদ্ধপল্লিতে। তার ডেরা থেকে মুক্তি পাওয়ার আশায় ছিলেন বহু যুবতী। কিন্তু উপায় ছিল না। বাড়ি যেতে চাইলেই চলতো অকথ্য অত্যাচার। আটকে রাখা হতো ঘরের মধ্যে। এমনকি পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারতেন না কেউ। কিছুদিন আগে অসমের এক যুবতি কোনওভাবে পরিবার ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার হয় ওই নিষিদ্ধপল্লি থেকে। এরপর তাঁর কাছ থেকেই উকিলের ব্যাপারে যাবতীয় তথ্য সংগ্রহ করে পুলিশ। এদিকে শিলিগুড়ি থানা এবং থানাতেও অভিযোগও রুজু হয় উকিলের নামে। কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। একেবারে ফিল্মি কায়দাতেই গা ঢাকা দিয়েছিল সে। তদন্তে নেমে একে একে অভিযুক্তের স্ত্রী, ভাই ও ম্যানেজারকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, উকিলের সঙ্গে তাঁরাও বিভিন্ন যুবতীদের নিষিদ্ধপল্লিতে আটকে রাখত। অবশেষে শনিবার রাতে উকিলের খোঁজ পায় পুলিশ। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থেকে তাঁকে ধরা হয়। রবিবার তাঁকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের একাধিক বাড়ি রয়েছে। সবকটি বাড়িতেই তল্লাশি চালায় পুলিশ। ওই অভিযানের নেতৃত্ব দেন DCP জয় টুডু। জানা গিয়েছে, এদিন উকিলের বাড়ি থেকে ধারালো অস্ত্র, মেয়েদের ছবি, প্রচুর কাগজপত্র ছাড়াও বিবিধ সরঞ্জাম উদ্ধার হয়েছে। অভিযুক্তের বিবেকানন্দ রোড, সন্তোষীনগরে তার বাড়িতে অভিযান চালানো হয় এদিন। সূত্রের খবর, ওই বাড়ি দু'টিতেই যুবতিদের লুকিয়ে রাখতো সে। অন্যদিকে, নিষিদ্ধপল্লির যুবতিদের পাশে থাকার আশ্বাস দিয়েছে পুলিশ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hf18NI
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads